'ইসরাইলি হামলার জবাব দেওয়ার অধিকার ইরানের রয়েছে'
ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার ইরানের রয়েছে।
তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এসব কথা বলেন।
গত ২৬ অক্টোবর শনিবার খুব ভোরে ইরানের তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী ইসরাইল। তবে ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ঐ হামলা প্রতিহত করে।
তেহরানের জুমার নামাজের খতিব বলেন, ইরান হচ্ছে সাহসিকতার লালনক্ষেত্র। এই ভূখণ্ডে আগ্রাসন চালিয়ে মূর্খতা ও অদূরদর্শীতার প্রমাণ দিয়েছে ইসরাইল। ইরানের জনগণ নিজেদের প্রতি বিঘৎ ভূখণ্ড দৃঢ়তার সঙ্গে রক্ষা করবে বলে তিনি মন্তব্য করেন।
কাজেম সিদ্দিকি বলেন, ইহুদিবাদী ইসরাইল ইরানের জনগণকে চিনতে পারেনি। তারা ইরান সম্পর্কে ভুল হিসাব-নিকাশ করেছে।
এ সময় তিনি হিজবুল্লাহর নয়া মহাসচিব শেইখ নাঈম কাসেমকে অভিনন্দন জানান এবং শহীদ হাসান নাসরুল্লাহর কথা স্মরণ করে তাঁর প্রশংসা করেন।#
পার্সটুডে/এসএ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।