‘ইসরাইলের বিরুদ্ধে অনিবার্য বিজয়ের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হিজবুল্লাহ’
শেখ কাসেমের নিয়োগ প্রমাণ করে ইসরাইলকে পরাজিত করতে চায় হিজবুল্লাহ: জেনারেল বাকেরি
ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন, শেখ নাঈম কাসেমকে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব পদে নিয়োগের ঘটনায় প্রমাণিত হয়েছে, হিজবুল্লাহকে পরাজিত করার জন্য এই সংগঠনের পূর্ণ প্রস্তুতি রয়েছে।
মঙ্গলবার হিজবুল্লাহর শুরা পরিষদের বৈঠকে শেখ কাসেমকে নিয়োগ দেয়ার পর বুধবার এক বক্তব্যে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি এ মন্তব্য করেন।
তিনি বলেন, শেখ নাঈম কাসেমের নিয়োগের ফলে শত্রুর বিরুদ্ধে যুদ্ধে হিজবুল্লাহর শক্তি ও সাহস বহুগুণে বেড়ে যাবে। জেনারেল বাকেরি বলেন, বর্তমান স্পর্শকাতর সময়ে এই ঐতিহাসিক নিয়োগ হিজবুল্লাহর শক্তি ও অবিচলতা প্রমাণ করে। এর ফলে বোঝা যায়, রক্তপিপাসু ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে অনিবার্য বিজয়ের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহসী হিজবুল্লাহ অবিচল রয়েছে।
হিজবুল্লাহর সাবেক মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে ‘প্রতিরোধ ফ্রন্টের শহীদদের নেতা’ উল্লেখ করে শেখ কাসেমকে তার ‘ধার্মিক ও সাহসী উত্তরসূরি’ বলে অভিহিত করেন ইরানের সেনাপ্রধান।
মঙ্গলবার শেখ কাসেমকে হিজবুল্লাহর শুরা পরিষদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে সংগঠনের নয়া মহাসচিব নির্বাচিত করা হয়। গত মাসের শেষদিকে লেবাননের রাজধানী বৈরুতে এক ভয়াবহ ইসরাইলি বিমান হামলায় সাবেক মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর শাহাদাতের পর থেকে এক মাস হিজবুল্লাহর শীর্ষ পদটি খালি ছিল। #
পার্সটুডে/এমএমআই/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।