ইরানের বিরুদ্ধে অব্যাহত ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে আরব ও মুসলিম দেশগুলো
https://parstoday.ir/bn/news/west_asia-i149964-ইরানের_বিরুদ্ধে_অব্যাহত_ইসরাইলি_আগ্রাসনের_নিন্দা_জানিয়েছে_আরব_ও_মুসলিম_দেশগুলো
এক জোরালো যৌথ বিবৃতিতে ২১টি আরব ও ইসলামি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের বিরুদ্ধে ইসরাইলি সরকারের "বর্বর আগ্রাসনের" নিন্দা জানিয়েছেন এবং উত্তেজনা বৃদ্ধি অব্যাহত থাকলে আঞ্চলিকভাবে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৭, ২০২৫ ১৮:২৯ Asia/Dhaka
  • ১৪ জুন উত্তর তেহরানের নোবোনিয়াদ এলাকায় একটি আবাসিক ভবনে ইসরাইলি হামলার স্থানে রেড ক্রসের কর্মীরা।
    ১৪ জুন উত্তর তেহরানের নোবোনিয়াদ এলাকায় একটি আবাসিক ভবনে ইসরাইলি হামলার স্থানে রেড ক্রসের কর্মীরা।

এক জোরালো যৌথ বিবৃতিতে ২১টি আরব ও ইসলামি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের বিরুদ্ধে ইসরাইলি সরকারের "বর্বর আগ্রাসনের" নিন্দা জানিয়েছেন এবং উত্তেজনা বৃদ্ধি অব্যাহত থাকলে আঞ্চলিকভাবে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন।

ইরাক, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত, বাহরাইন, জর্ডান, মিশর, সুদান, আলজেরিয়া, কোমোরোস, জিবুতি, সোমালিয়া, লিবিয়া, মৌরিতানিয়া, পাকিস্তান, তুরস্ক, চাদ এবং ব্রুনাইয়ের পররাষ্ট্রমন্ত্রীদের স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে অবনতিশীল পরিস্থিতির উপর গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসন অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, এই ধরনের উত্তেজনা বৃদ্ধি সমগ্র অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে। ইরানের উপর অব্যাহত ইসরাইলি আক্রমণ বিপজ্জনক প্রতিক্রিয়ার দিকে নিয়ে যেতে পারে বলে জোর দেওয়া হয়েছে। 

ইরানের কেন্দ্রীয় শহর ইসফাহানে নাতানজ পারমাণবিক স্থাপনায় ইসরাইলি হামলার কথা উল্লেখ করে মন্ত্রীরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাব অনুসারে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ'র সুরক্ষার অধীনে থাকা পারমাণবিক স্থাপনাগুলোকে রক্ষা করার গুরুত্বের উপরও জোর দিয়েছেন। তারা পারমাণবিক স্থাপনায় যেকোনো আক্রমণকে আন্তর্জাতিক ও মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন।

পরমাণু অস্ত্র বিস্তার রোধে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে, মন্ত্রীরা সকল আঞ্চলিক দেশকে দ্রুত পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) যোগদানের আহ্বান জানিয়েছেন।#

পার্সটুডে/এমবিএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।