'স্মারক' ও 'যে গ্রীষ্মে তুষারপাত ঘটেছে'
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে ইরানি ফিল্মের অগ্রযাত্রা অব্যাহত
রাশিয়ায় সমসাময়িক ইরানি চিত্রকলার প্রতি দর্শকদের ব্যাপক আগ্রহ এবং থাইল্যান্ড, পোল্যান্ড, ব্রাজিল, ইতালি ও অস্ট্রেলিয়ায় ইরানি ফিল্মগুলোর ব্যাপক সাফল্য ইরানের শিল্প-জগতের সাম্প্রতিক কিছু স্মরণীয় সংবাদ।
সম্প্রতি মস্কোতে জমজমাট আসর বসেছিল সমসাময়িক চিত্রকলার আন্তর্জাতিক প্রদর্শনীর। এতে প্রদর্শন করা হয়েছে ইরানের ৫০ জন চিত্র-শিল্পীর শিল্পকর্ম। গত ২৭ অক্টোবরে শেষ হয় তিন দিনের ওই প্রদর্শনী। আগ্রহী দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এই চিত্র প্রদর্শনী।
থাইল্যান্ডের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য মনোনীত ইরানি ফিল্ম 'স্মারক'
অযার ফারামারজির পরিচালিত এই ছায়াছবির কেন্দ্রীয় চরিত্র হল ইরান-ইরান যুদ্ধ চলাকালীন সময়ের একজন ইরানি ডুবুরি। আবেগ-ঘন এই কাহিনীর অন্যতম প্রধান আকর্ষণ হল এই ডুবুরির সঙ্গে তার কন্যার সম্পর্ক। কারবালা-চার অভিযানে অংশগ্রহণকারী ইরানি ডুবুরিদের কাহিনীও এই ফিল্মের অন্যতম বড় আকর্ষণ। হযরত ইউনুস নামক ইউনিটের এই সদস্যরা ইরান-ইরান যুদ্ধ চলাকালীন সময়ে সৃষ্টি করেছিল নজিরবিহীন কিছু বীরত্ব-গাঁথা। থাইল্যান্ডের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনীত হয়েছে 'স্মরক' নামের এই শর্ট-ফিল্ম।
এ ছাড়াও মোহাম্মাদ ইয়ারাকির পরিচালিত ও তাঁরই লেখা ছায়াছবি 'অসমান্তরাল বিশ্ব' মনোনীত হয়েছে পোল্যান্ডের ৩৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইউরো-শর্টস-এ প্রতিদ্বন্দ্বিতার জন্য। ছয় বছর বয়সী এক কন্যা শিশুর দৃষ্টিতে শিশু শ্রমিকদের কষ্টের বিষয়টি ফুটে উঠেছে এই ছায়াছবিতে।
ব্রাজিলের কানোয়া চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালনার পুরস্কার পেলো ইরানি ছায়াছবি 'পারিসান'
ইরানের একজন চলচ্চিত্র পরিচালক ব্রাজিলের কানোয়া চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছেন।
কামবিজ বাবায়ি নামের এই পরিচালক এই উৎসবে তার 'পারিসান' (পরী বা ফেরেশতার মত) নামক ছায়াছবির জন্য এই পুরস্কার পেয়েছেন। সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, একই উৎসবে দ্বিতীয় শ্রেষ্ঠ সামাজিক ছায়াছবির পুরস্কারটিও পেয়েছে ইরানের এই ছায়াছবি এবং এই ছায়াছবি বিচারকমণ্ডলীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
'পারিসান' ছায়াছবি এর আগে ব্রাজিলের রিওদিজানেইরো'র সান্তাক্রুজ চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ছায়াছবি ও শ্রেষ্ঠ পরিচালনার পুরস্কার পেয়েছিল। তুরস্কের ইস্তাম্বুলে আনাতোলিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও এই ছায়াছবি শ্রেষ্ঠ ছায়াছবির পুরস্কার অর্জন করেছে।
'পারিসান' ছায়াছবির বিষয়বস্তু হল করোনা মহামারি চলাকালীন সময়ে ইরানের চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষায় নিয়োজিত কর্মীদের ত্যাগ ও শাহাদাতের প্রতি সম্মাননা।
'প্রজাপতি হওয়ার স্বপ্ন দেখা একটি ঘোড়ার শেষ হ্রেষা রব'
'প্রজাপতি হওয়ার স্বপ্ন দেখা একটি ঘোড়ার শেষ হ্রেষা রব' শীর্ষক ইরানি শর্ট ফিল্ম অস্ট্রেলিয়ার ২৯ তম ক্যানবেরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনীত হয়েছে। এই নিয়ে ছায়াছবিটি নয়টি আন্তর্জাতিক উৎসবের মুখ দেখল। এর আগে এই ছায়াছবি ইতালির ষষ্ঠ অমিকর্টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরা শর্ট ফিল্ম ও সেরা স্ক্রিনপ্লে বা চিত্র-নাট্য হিসেব পুরস্কার অর্জন করে। এই ছায়াছবি স্গুয়ার্ডি অলট্রোভ নারী চলচ্চিত্র উৎসবেও বিচারকদের বিশেষ পুরস্কার অর্জন করেছে।
ইতালির চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত ইরানি ছায়াছবি 'সাইকিচিকেন'
এই শর্ট ফিল্ম ইতালির ১২তম ফাব্রিয়ানো চলচ্চিত্র উৎসবে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচিত হয়েছে। ইরান ও ইতালির যৌথ উদ্যোগে নির্মিত এ ছায়াছবিতে কোনো সংলাপ নেই। এক চোর একটি গুরুতর অপরাধ সংঘটনের পর সব সময় পালিয়ে বেড়ায় ও অনুভব করে যে কেউ একজন তাকে অনুসরণ করছে-এটাই এই ছায়াছবির মূল কাহিনী। এর আগে এই ছায়াছবি বুলগেরিয়ার ২০ তম প্যালেস চলচ্চিত্র উৎসব, তেহরানের ৩৯তম শর্ট ফিল্ম উৎসব ও ৪১তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচিত হয়েছিল। তেহরানের শর্ট ফিল্ম উৎসবে ছায়াছবিটি সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছিল।
'যে গ্রীষ্মে তুষারপাত ঘটেছে'
ইতালির ২৮ তম পুলিশ অ্যাওয়ার্ড আর্টস উৎসবে 'যে গ্রীষ্মে তুষারপাত ঘটেছে' শীর্ষক ইরানি ছায়াছবি বিচারকমণ্ডলীর বিশেষ প্রশংসা অর্জন করে।#
পার্সটুডে/এমএএইচ/০১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।