ইরানে মার্কিন দূতাবাস বন্ধের ওপর লেখা বই 'রুজভেল্ট স্ট্রিট স্টেশন': সর্বোচ্চ নেতার রিভিউ
পার্সটুডে-'রুজভেল্টের স্ট্রিট স্টেশন' বইটি পড়ার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী একটি রিভিউ লিখেছেন। তাঁর ওই রিভিউটি ছাপা হয়েছে। দূতাবাস দখলের গল্প নির্ভর ওই বইটি দূতাবাস থেকে প্রাপ্ত নথি ব্যবহার করে লেখা হয়েছে। যে দূতাবাস ছিল মূলত আমেরিকার গুপ্তচরবৃত্তির আখড়া।
ইসলামি বিপ্লবের পর ইরানে আমেরিকার গোয়েন্দাবৃত্তির কথা উল্লেখ করে মোহাম্মদ মাহবুবি 'রুজভেল্ট স্ট্রিট স্টেশন' বইটি লিখেছেন। ১৯৭৯ সালের নভেম্বরে দূতাবাস দখলের দিন থেকে ১৯৮১ সালের জানুয়ারিতে জিম্মিদের মুক্তি দেওয়া পর্যন্ত সময়কার ইরান ও মার্কিন সম্পর্কের ব্যাপক বর্ণনা রয়েছে বইটিতে। পার্সটুডে জানিয়েছে, এই বইটিতে প্রথমবারের মতো মার্কিন গোয়েন্দাবৃত্তির বহু অপ্রকাশিত নথিও প্রকাশ করা হয়েছে।
রুজভেল্ট স্ট্রীট স্টেশন বইটি পড়ার পর ইসলামী বিপ্লবের নেতা একটি পর্যালোচনা লিখেছেন। তাঁর লেখা পর্যালোচনাটি আজ (বুধবার) আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর 'কর্ম সংরক্ষণ ও প্রকাশনা' দফতরে প্রকাশ করা হয়েছে।
বইটি সম্পর্কে সর্বোচ্চ নেতা লিখেছেন:
এটি বিপ্লবের ইতিহাসে অর্থাৎ ১৯৭৯ সালের নভেম্বরে গুপ্তচরের আখড়া দখল করার মতো একটি গুরুত্বপূর্ণ ঘটনার নির্ভরযোগ্য ও প্রয়োজনীয় প্রতিবেদন…আমাদের শত্রু এবং অমঙ্গলকামী ব্যক্তিরা অনেক ঘটনা বিকৃত করে দেখিয়েছে।
আয়াতুল্লাহ খামেনেয়ী রুজভেল্ট স্ট্রিট স্টেশন বইটির গদ্যকে অত্যন্ত সাবলীল, প্রাঞ্জল, গবেষণালব্ধ, বিশ্লেষণাত্মক, যৌক্তিক, বস্তুনিষ্ঠ এবং বিশ্বাসযোগ্য বলে অভিহিত করেছেন। এই বইটির লেখক এবং তার মূল্যবান প্রচেষ্টার প্রশংসা করেছেন সর্বোচ্চ নেতা।
ইসলামী বিপ্লবের নেতা রুজভেল্ট স্ট্রিট স্টেশন বইটির নামকরণকেও চমৎকার এবং যথার্থ বলে মন্তব্য করেছেন।#
পার্সটুডে/এনএম/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।