ইসরাইলের বিরুদ্ধে ট্রু প্রমিজের মতো কয়েক ডজন অপারেশন চালাতে সক্ষম ইরান 
(last modified Wed, 30 Oct 2024 12:15:51 GMT )
অক্টোবর ৩০, ২০২৪ ১৮:১৫ Asia/Dhaka
  • ইসরাইলের বিরুদ্ধে ট্রু প্রমিজের মতো কয়েক ডজন অপারেশন চালাতে সক্ষম ইরান 

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ বলেছেন, ইরান অপারেশন ট্রু প্রমিজের মতো কয়েক ডজন প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করতে সক্ষম। 

গতকাল (মঙ্গলবার) ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকে তিনি একথা বলেন। মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি বলেন, “ইরানের প্রতিরক্ষামূলক ক্ষমতা উচ্চ পর্যায়ে রয়েছে।

এদিকে, আজ মন্ত্রিসভার বৈঠকের অবকাশে জেনারেল নাসিরজাদেহ সাংবাদিকদের জানান, ইসরাইলি হামলার সময় শত্রু বিমান দেশের আকাশসীমায় অনুপ্রবেশ করেছিল এমন দাবি সঠিক নয়। এছাড়া, বিমান প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস হয়েছে বলে ইসরাইল যে দাবি করছে তাও তিনি নাকচ করেন। 

জেনারেল নাসিরজাদেহ বলেন, "শত্রুরা আমাদের আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছিল কিন্তু খুব বেশি সাফল্য অর্জন করতে পারেনি। কারণ আমাদের হামলা বানচাল করার প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত ছিল।"

ইরান গত ১৩ এপ্রিল ও ১ অক্টোবর দুই দফা ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযান চালায়। এতে ইসরাইলের কয়েকটি সামরিক ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।#  

পার্সটুডে/এসআইবি/৩০

ট্যাগ