ইসরাইলের হাইফা বন্দরে নিষেধাজ্ঞা আরোপ করল ইয়েমেনের সশস্ত্র বাহিনী
https://parstoday.ir/bn/news/event-i149376-ইসরাইলের_হাইফা_বন্দরে_নিষেধাজ্ঞা_আরোপ_করল_ইয়েমেনের_সশস্ত্র_বাহিনী
ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন এবং গাজা উপত্যকার ওপর অব্যাহত অবরোধের জবাবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী হাইফা বন্দরে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ২০, ২০২৫ ১০:৫৭ Asia/Dhaka
  • হাইফা বন্দর
    হাইফা বন্দর

ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন এবং গাজা উপত্যকার ওপর অব্যাহত অবরোধের জবাবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী হাইফা বন্দরে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে। 

গতকাল (সোমবার) ইয়েমেনি সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, গাজায় ইসরাইলের অব্যাহত অবরোধ, ফিলিস্তিনি জনগণের ওপর দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া এবং ইসরাইলের আগ্রাসন বন্ধে অস্বীকৃতির প্রতিক্রিয়া হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, " আল্লাহর ওপর ভরসা করে ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী হাইফা বন্দরে নৌ অবরোধ কার্যকর করতে কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। যেসব কোম্পানির জাহাজ বর্তমানে হাইফা বন্দরে আছে বা সেখানে যাওয়ার পথে রয়েছে, তাদের জানানো হচ্ছে যে, এই বন্দর এখন থেকে লক্ষ্যবস্তু তালিকায় অন্তর্ভুক্ত। তারা যেন এই বিবৃতির বিষয়টি এবং পরবর্তী কোনো ঘোষণা বিবেচনায় নেয়।"

ইয়েমেনি সেনাবাহিনী জানায়, এর আগেও তারা ইসরাইলের উম্ম আল-রাশরাশ (ইলাত) বন্দরে কার্যকর অবরোধ আরোপ করে সেটিকে অচল করে দিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, নিপীড়িত ফিলিস্তিনি জনগণ ও তাদের প্রতিরোধের সমর্থনে ইয়েমেনি বাহিনী বাড়তি ব্যবস্থা নিতে কুণ্ঠিত হবে না।

ইয়েমেনি সামরিক বাহিনী জোর দিয়ে বলে, "গাজায় আগ্রাসন ও অবরোধ শেষ হলেই ইসরাইলি শত্রুর বিরুদ্ধে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সকল ব্যবস্থা (বিমান ও নৌ চলাচলে নিষেধাজ্ঞাসহ) শেষ হয়ে যাবে।"

এর আগে, ইয়েমেনের এক উচ্চপদস্থ কর্মকর্তা আন্তর্জাতিক বাণিজ্যিক এয়ারলাইনগুলোকে ইসরাইল-অধিকৃত অঞ্চলের বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট পুনরায় চালু না করতে সতর্ক করেছেন।

এর আগে এক জ্যেষ্ঠ ইয়েমেনি কর্মকর্তা লেবাননের আল-মায়াদিন চ্যানেলকে জানান, "আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে সতর্ক করে বলা হয়েছে—ইসরাইল-অধিকৃত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু না করার জন্য। যেসব এয়ারলাইন ইসরাইলের বিমানবন্দরে ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা করছে, তারা যেন গন্তব্য পরিবর্তন করে এবং ইয়েমেনি বাহিনীর সতর্কবার্তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।”

ইয়েমেনের উপ-তথ্যমন্ত্রী নাসরুদ্দিন আমের গতকাল সতর্ক করে বলেছিলেন, "ইয়েমেনি সশস্ত্র বাহিনী আগামী ঘণ্টাগুলোতে বেন গুরিয়ন ও ইসরাইল-অধিকৃত অন্যান্য বিমানবন্দরে বিমান হামলা চালাবে।"

গাজায় ইসরাইলের গণহত্যার তীব্রতা বৃদ্ধির পর থেকে ইয়েমেন কৌশলগত সামুদ্রিক পথে অবরোধ জারি করেছে, যাতে ইসরাইলে সামরিক সরবরাহ বন্ধ হয় এবং আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় মানবিক সংকট মোকাবেলায় পদক্ষেপ নেয়।

ইয়েমেনি সশস্ত্র বাহিনী বলেছে, ইসরাইল গাজায় স্থল ও বিমান হামলা বন্ধ না করা পর্যন্ত তারা তাদের অভিযান চালিয়ে যাবে।#

পার্সটুডে/এমএআর/২০