মজা পেতে দুধের শিশুদের হত্যা করছে ইসরাইল: ইহুদিবাদী রাজনীতিবিদ
https://parstoday.ir/bn/news/west_asia-i149384-মজা_পেতে_দুধের_শিশুদের_হত্যা_করছে_ইসরাইল_ইহুদিবাদী_রাজনীতিবিদ
পার্সটুডে- 'ইসরাইল ডেমোক্র্যাটস' পার্টির প্রধান ইয়ায়ির গোলান ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধাপরাধের সমালোচনা করে বলেছেন, ইসরাইল বিনোদনের অংশ হিসেবে দুধের শিশুদের হত্যা করছে। তারা (ইসরাইল) যে একঘরে, বিচ্ছিন্ন ও পরিত্যক্ত তা এই আচরণ থেকে স্পষ্ট।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২০, ২০২৫ ১৬:৫৭ Asia/Dhaka
  • ইসরাইল ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ায়ির গোলান
    ইসরাইল ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ায়ির গোলান

পার্সটুডে- 'ইসরাইল ডেমোক্র্যাটস' পার্টির প্রধান ইয়ায়ির গোলান ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধাপরাধের সমালোচনা করে বলেছেন, ইসরাইল বিনোদনের অংশ হিসেবে দুধের শিশুদের হত্যা করছে। তারা (ইসরাইল) যে একঘরে, বিচ্ছিন্ন ও পরিত্যক্ত তা এই আচরণ থেকে স্পষ্ট।

'ইসরাইল ডেমোক্র্যাটস' পার্টির প্রধান আজ (মঙ্গলবার) নেতানিয়াহুর মন্ত্রিসভার নীতির সমালোচনা এই বক্তব্য দেন। তিনি আরও বলেন, ইসরাইলের জ্ঞান-বুদ্ধি থাকলে তারা মজা পাওয়ার জন্য দুধের শিশুদের হত্যা করত না।

পার্সটুডে'র তথ্য বলছে, গোলান মনে করেন- "ইসরাইল এমন একটি পথে এগিয়ে যাচ্ছে, যেটার কারণে তারা অতীতের দক্ষিণ আফ্রিকার মতো প্রত্যাখ্যাত এবং বিচ্ছিন্ন হয়ে পড়বে"

গোলান ইসরাইলি মন্ত্রিসভার সমালোচনা করে আরও বলেন, এই মন্ত্রিসভা এমন সব লোকে পূর্ণ যারা প্রতিশোধের নেশায় মগ্ন এবং নৈতিকতা মেনে চলে না।

গোলান সতর্ক করে বলেন, ইসরাইল অর্থনৈতিক ও সামাজিক স্তরে বিচ্ছিন্নতা ও পতনের দিকে এগিয়ে যাচ্ছে, ইসরাইলিদের নিরাপত্তা প্রদানের ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে এবং ইসরাইল বসবাসের জন্য একটি কঠিন স্থানে পরিণত হবে।

ইহুদিবাদী ইসরাইলের চরমপন্থী অর্থমন্ত্রী এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর কাছে নতি স্বীকার করায় নেতানিয়াহুর সমালোচনা করেন ইসরাইলি এই রাজনীতিবিদ। তিনি বলেন, ট্রাম্পের যুগে নেতানিয়াহু একজন ব্যর্থ খেলোয়াড়।#

পার্সটুডে/এসএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।