পাকিস্তানের বেলুচিস্তানে বিস্ফোরণে ৫ শিশুসহ নিহত ৭
(last modified Fri, 01 Nov 2024 15:06:19 GMT )
নভেম্বর ০১, ২০২৪ ২১:০৬ Asia/Dhaka
  • পাকিস্তানের বেলুচিস্তানে বিস্ফোরণে ৫ শিশুসহ নিহত ৭

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাস্তুং এলাকায় বোমা বিস্ফোরণে ৫ শিশুসহ ৭ জন নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে এ বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে নিহত ব্যক্তিদের মধ্যে এক পুলিশ সদস্যও আছেন। এ ছাড়া আরও ১৭ জন আহত হয়েছে।

মাস্তুং সিভিল হাসপাতালের কাছে সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে এই বিস্ফোরণ হয়। গুগল ম্যাপ অনুযায়ী, হাসপাতাল থেকে এক মিনিটের হাঁটা পথের দূরত্বে মেয়েদের একটি স্কুল আছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বাগতি এ ঘটনায় নিন্দা জানিয়েছেন।

সেখানকার জেলা প্রশাসক নাইম বাজাই বলেন, ‘পুলিশের একটি টহল গাড়ির কাছে মোটরসাইকেলে যুক্ত থাকা একটি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ করা হয়েছে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও নিন্দা জানিয়েছেন।

বিস্ফোরণে নিহত শিশুদের বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে। বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি এবং কয়েকটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে মাস্তুং এলাকার পুলিশের কর্মকর্তা মিয়াঁদাদ উমরানি বলেছেন, আহত ব্যক্তিদের মধ্যে চারজন পুলিশ সদস্য আছেন।#  

পার্সটুডে/এসএ/ ১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ