মারধরের চিহ্ন নিয়ে আদালতে হাজিরা দিলেন মাদুরোর স্ত্রী
https://parstoday.ir/bn/news/event-i155852-মারধরের_চিহ্ন_নিয়ে_আদালতে_হাজিরা_দিলেন_মাদুরোর_স্ত্রী
পার্সটুডে-ভেনিজুয়েলার ফার্স্ট লেডি এবং মাদুরোর স্ত্রী সেলিয়া ফ্লোরেস, নিউ ইয়র্কের আদালতে হাজির হয়েছেন চোখের নিচে এবং কপালে আঘাতের চিহ্ন নিয়ে। তাঁর কপালে ব্যান্ডেজ ছিল।
(last modified 2026-01-06T14:43:28+00:00 )
জানুয়ারি ০৬, ২০২৬ ২০:২৪ Asia/Dhaka
  • মারধরের চিহ্ন নিয়ে মাদুরোর স্ত্রী  আদালতে হাজিরা দিলেন
    মারধরের চিহ্ন নিয়ে মাদুরোর স্ত্রী আদালতে হাজিরা দিলেন

পার্সটুডে-ভেনিজুয়েলার ফার্স্ট লেডি এবং মাদুরোর স্ত্রী সেলিয়া ফ্লোরেস, নিউ ইয়র্কের আদালতে হাজির হয়েছেন চোখের নিচে এবং কপালে আঘাতের চিহ্ন নিয়ে। তাঁর কপালে ব্যান্ডেজ ছিল।

আল-আলম নিউজ নেটওয়ার্কের বরাতত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর স্ত্রীর আইনজীবী বলেছেন, ৩ জানুয়ারী, ২০২৬ তারিখে মার্কিন আক্রমণের সময় ভেনেজুয়েলা থেকে যখন তাকে অপহরণ করা হয়েছিল, তখন তার মক্কেল "গুরুতর আঘাত" পেয়েছিলেন। তাঁর পাঁজর ভেঙে গিয়েছিল এবং গুরুতর রক্তক্ষরণ হয়েছিল।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক অপহৃত মাদুরো এবং তার স্ত্রী সোমবার বিকেলে নিউ ইয়র্কের আদালতে প্রবেশ করেন। দুজনের বিরুদ্ধে মাদক পাচার সহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট অভিযোগ অস্বীকার করে বলেছেন: আমি নির্দোষ, আমি একজন সম্মানিত মানুষ, আমিই দেশের প্রেসিডেন্ট।"

তিনি জোর দিয়ে বলেন যে আদালতে হাজির হওয়ার আগে তিনি অভিযোগপত্রটি দেখেননি এবং তার অধিকার সম্পর্কে অবগত নন। তিনি বলেন: “এই প্রথমবার আমি অভিযোগপত্রটি দেখছি এবং তারা বিচারককে এটি আমাকে পড়ে শোনাতে দেয়নি এবং আমি নিজেই এটি পড়ে শোনাবো।”

সিলিয়া ফ্লোরেসও আদালতের শুনানির সময় “মাদক” অভিযোগ অস্বীকার করেছেন।

নিকোলাস মাদুরো চারটি অভিযোগ অস্বীকার করেছেন, যার মধ্যে রয়েছে “মাদক সন্ত্রাসবাদ, কোকেন আমদানির ষড়যন্ত্র এবং একটি মেশিনগান ও ধ্বংসাত্মক ডিভাইস রাখা।”

বিচারক মাদুরোকে ১৭ মার্চ শুনানির জন্য আদালতে হাজির হওয়ার নির্দেশও দিয়েছেন।

সোমবার আদালতে শুনানির সময় মাদুরো এবং তার স্ত্রীর একজন আইনজীবী বলেন: “মাদুরোর স্ত্রীর পাঁজর ভেঙে গেছে কিংবা গুরুতরভাবে থেতলে গেছে। তার জরুরি চিকিৎসা এবং পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন।”#

পার্সটুডে/এনএম/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন