পাকিস্তানে এক দশকের মধ্যে সবচেয়ে সহিংস বছর ২০২৫ সাল
https://parstoday.ir/bn/news/world-i155724-পাকিস্তানে_এক_দশকের_মধ্যে_সবচেয়ে_সহিংস_বছর_২০২৫_সাল
পার্সটুডে- পাকিস্তান গত এক দশকের মধ্যে সবচেয়ে সহিংস বছর হিসেবে ২০২৫ সাল পার করেছে। দেশটিতে সন্ত্রাসী হামলা ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।
(last modified 2026-01-03T11:07:24+00:00 )
জানুয়ারি ০২, ২০২৬ ২০:১২ Asia/Dhaka
  • ২০২৫ পাকিস্তানের এক দশকের মধ্যে সবচেয়ে সহিংস বছর
    ২০২৫ পাকিস্তানের এক দশকের মধ্যে সবচেয়ে সহিংস বছর

পার্সটুডে- পাকিস্তান গত এক দশকের মধ্যে সবচেয়ে সহিংস বছর হিসেবে ২০২৫ সাল পার করেছে। দেশটিতে সন্ত্রাসী হামলা ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।

ইসলামাবাদ সরকারের আফগানিস্তানের সাথে সীমান্ত বন্ধ করার সিদ্ধান্তের পর পাকিস্তানে সীমান্ত সন্ত্রাস তুলনামূলকভাবে হ্রাস পাওয়া সত্ত্বেও ২০২৫ সালকে এক দশকের মধ্যে সবচেয়ে সহিংস বছর হিসেবে রেকর্ড করা হয়েছে। এই সময়কালে পাকিস্তানে সন্ত্রাসবাদ-সম্পর্কিত সহিংসতা ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আইআরএনএর বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, সীমান্ত উত্তেজনা বৃদ্ধির কারণে ২০২৫ সালের শেষ তিন মাস থেকে পাকিস্তান আফগানিস্তানের সাথে তার সাধারণ সীমান্ত বন্ধ রেখেছিল।

এদিকে, ইসলামাবাদের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (CRSS) পাকিস্তানে সন্ত্রাসবাদের অবস্থা এবং এর ফলে হতাহতের ঘটনা সম্পর্কে তাদের ২০২৫ সালের প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে লেখা হয়েছে, ২০২৫ সাল ছিল গত দশকের মধ্যে পাকিস্তানের জন্য সবচেয়ে মারাত্মক বছর। যেখানে দেশটিতে সন্ত্রাস, সহিংসতা এবং সীমান্তের আন্তঃসীমান্ত ঘটনা ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ১১ অক্টোবর, ২০২৫ তারিখে আফগানিস্তানের সাথে সীমান্ত বন্ধ করে দেওয়ার পর থেকে পাকিস্তান সীমান্তবর্তী সন্ত্রাসী হামলা এবং মৃত্যুর ক্ষেত্রে উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে।

নভেম্বরে ৯ শতাংশ হ্রাসের পর, ২০২৫ সালের শেষ মাসে সন্ত্রাসী হামলা প্রায় ১৭ শতাংশ হ্রাস পেয়েছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ কর্তৃক সংগৃহীত তথ্যে উল্লেখ করা হয়, ২০২৫ সালের শেষ প্রান্তিকে বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা কর্মীদের মধ্যে সন্ত্রাসী সহিংসতার কারণে মৃত্যুও প্রায় ৪ শতাংশ এবং নভেম্বর ও ডিসেম্বরে ১৯ শতাংশ হ্রাস পেয়েছে।

২০২১ সাল থেকে দেশটিতে টানা পাঁচ বছর ধরে সহিংসতা বৃদ্ধি পেয়েছে যা আফগানিস্তানে তালেবানদের ক্ষমতায় ফিরে আসার সাথে সাথেই ঘটেছে।

২০২৪ এবং ২০২৫ সালের তুলনামূলক চিত্রে দেখা যায়, পাকিস্তান জুড়ে সহিংসতা এবং সন্ত্রাসবিরোধী অভিযান একইসাথে বৃদ্ধি পায়। ফলে নিহতের সংখ্যা ২০২৪ সালে ২,৫৫৫ থেকে বেড়ে ২০২৫ সালে ৩,৪১৭ হয়েছে। যা আগের বছরের তুলনায় প্রায় ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।#

পার্সটুডে/জিএআর/২