ইরান-রাশিয়া সম্পর্ক বহুমাত্রিক ও শক্তিশালী: তেহরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত
https://parstoday.ir/bn/news/iran-i155848-ইরান_রাশিয়া_সম্পর্ক_বহুমাত্রিক_ও_শক্তিশালী_তেহরানে_নিযুক্ত_রুশ_রাষ্ট্রদূত
পার্সটুডে: ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে তেহরান ও মস্কোর সম্পর্ক অভূতপূর্বভাবে শক্তিশালী হয়েছে। তিনি জানান, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত 'সমন্বিত কৌশলগত অংশীদারত্ব চুক্তি' এই দীর্ঘমেয়াদি ও স্থায়ী সহযোগিতার জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করেছে।
(last modified 2026-01-07T08:49:34+00:00 )
জানুয়ারি ০৬, ২০২৬ ২০:৩০ Asia/Dhaka
  • আলেক্সি দেদোভ
    আলেক্সি দেদোভ

পার্সটুডে: ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে তেহরান ও মস্কোর সম্পর্ক অভূতপূর্বভাবে শক্তিশালী হয়েছে। তিনি জানান, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত 'সমন্বিত কৌশলগত অংশীদারত্ব চুক্তি' এই দীর্ঘমেয়াদি ও স্থায়ী সহযোগিতার জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করেছে।

ইরানের ইসলামী প্রজাতন্ত্রে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সি দেদোভ আজ (মঙ্গলবার) বার্তা সংস্থা ইসনা-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরান ও রাশিয়ার সম্পর্ক এখন শুধু একটি খাতে সীমাবদ্ধ নয়; বরং এটি বহু ক্ষেত্রে বিস্তৃত। তিনি জানান, রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি জ্বালানি, পরিবহন, আর্থিক ও ব্যাংকিং ব্যবস্থা এবং সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়, দেদোভ বিশেষভাবে 'আন্তর্জাতিক উত্তর–দক্ষিণ পরিবহন করিডর'কে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই করিডর দুই দেশসহ পুরো অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে 'রাশত–আস্তারা রেললাইন' সম্পন্ন হওয়াকে তিনি একটি মূল ও কৌশলগত পদক্ষেপ হিসেবে আখ্যা দেন, যা ইরান, রাশিয়া ও অন্যান্য দেশকে আরও সহজে বাণিজ্যিকভাবে যুক্ত করবে।

রাশিয়ার রাষ্ট্রদূত আরও জানান, ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়নের সঙ্গে ইরানের মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ায় দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে তেহরান ও মস্কো একে অপরকে সমর্থন দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, রাশিয়া তথাকথিত ‘মেকানিজম অব স্ন্যাপব্যাক’ বা নিষেধাজ্ঞা পুনর্বহালের ব্যবস্থাকে অবৈধ মনে করে। দেদোভের মতে, পশ্চিমা দেশগুলো একতরফাভাবে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেগুলোর প্রভাব কমাতে ইরান ও রাশিয়া যৌথভাবে কাজ করছে। এ জন্য স্বাধীন আর্থিক লেনদেন ব্যবস্থা, বিকল্প পেমেন্ট অবকাঠামো এবং নতুন লজিস্টিক ও পরিবহন পথ গড়ে তোলা হচ্ছে।

ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে আলেক্সি দেদোভ বলেন, রাশিয়া বরাবরই এই ইস্যুর কূটনৈতিক ও রাজনৈতিক সমাধান সমর্থন করে। তিনি পশ্চিমা দেশগুলোর বর্তমান আচরণ ও চাপকে অগঠনমূলক বলে মন্তব্য করে বলেন, এ ধরনের পদক্ষেপ সমস্যা সমাধানের বদলে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

ইউক্রেন সংকট সম্পর্কে কথা বলতে গিয়ে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, মস্কো এখনো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষিত শর্তগুলোর ওপর অটল রয়েছে, যা রাশিয়ার দৃষ্টিতে একটি টেকসই ও দীর্ঘস্থায়ী শান্তির ভিত্তি তৈরি করতে পারে।

তিনি আরও বলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে যে অভিযোগ করছে, সেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। এই অভিযোগগুলো আসলে ইরানের ওপর চাপ সৃষ্টি করার একটি অজুহাত এবং একই সঙ্গে তেহরান ও মস্কোর মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতা সীমিত করার চেষ্টা মাত্র।

আলেক্সি দেদোভের বক্তব্য অনুযায়ী, ইউক্রেন ইস্যুকে ব্যবহার করে ইউরোপ ইরানের সঙ্গে বৈরী আচরণ করছে, যা বাস্তবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং আন্তর্জাতিক সহযোগিতার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।#

পার্সটুডে/এমএআর/৬