আমেরিকা এখন আর ইউরোপের প্রধান মিত্র নয়: বোরেল
-
বোরেল
পার্সটুডে- ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক সাবেক প্রধান জোসেপ বোরেল ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের পরিবর্তে নিজেদের ওপর নির্ভর করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
তিনি আরও বলেছেন, “আমরা বাস্তবতার আরেকটি পর্যায়ে প্রবেশ করেছি, যা আমাদের কাছে ক্রমেই এটা স্পষ্ট করে দিচ্ছে যে, নিজেদের প্রতিরক্ষার নিশ্চয়তা নিজেদেরকেই করতে হবে, নিজস্ব উপকরণ দিয়েই নিশ্চিত করতে হবে। যদি গ্রিনল্যান্ডে মার্কিন মেরিন সেনা মোতায়েন করা হয়, তাহলে আমরা কী করব? আমরা কি শুধু এটুকুই বলব যে, ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি সম্মান জানানো উচিত?”
ইউরোপীয় ইউনিয়নের দৃঢ় অবস্থান প্রকাশে ব্যর্থতার সমালোচনা করে বোরেল আরও বলেন, “কিছু মানুষ খুশি যে, ট্রাম্প গোটা বিশ্বের পুলিশের ভূমিকা গ্রহণ করেছেন, কারণ তিনি যাদের বিরুদ্ধে লেগেছেন তাদেরকে এসব মানুষ পছন্দ করেন না।”#
পার্সটুডে/এসএ/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন