আমেরিকা-ইসরায়েলকে ইয়েমেনের হুঁশিয়ারি; মার্কিন আইসিই প্রত্যাহারের দাবি জোরদার
-
মিনিয়াপোলিসে বিক্ষোভ
পার্সটুডে- যুক্তরাষ্ট্রে মিনিয়াপোলিসে পুলিশের গুলিতে মার্কিন নাগরিক নিহতের ঘটনার পর বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহর থেকে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানিয়েছে। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়েই পার্সটুডের আজকের প্রতিবেদন:
গুলি করে মানুষ হত্যার পর মিনিয়াপোলিস থেকে অভিবাসন কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি
মিনিয়াপোলিসে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করার পর ডেমোক্র্যাটরা মিনেসোটা অঙ্গরাজ্য থেকে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এই ঘটনায় শত শত মানুষ তীব্র শীত উপেক্ষা করে রাস্তায় নেমে আসে এবং শহরে উত্তেজনা আরও বেড়ে যায়, যেখানে কয়েক সপ্তাহ আগেই আরেকটি গুলির ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল।
সর্বশেষ হামলায় নিহত ব্যক্তির পরিবার জানিয়েছে, নিহতের নাম অ্যালেক্স পার্টি। ৩৭ বছর বয়সী এই ব্যক্তি আইসিইউ নার্স ছিলেন। এই নার্স তার নিজের শহরে মার্কিন প্রেসিডেন্টের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিলেন।
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি শহীদ
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রামাল্লাহর উত্তরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখার পাশাপাশি ইসরায়েল পশ্চিম তীরেও সহিংসতা বাড়িয়েছে।
ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ‘ওয়াফা’ জানায়, ওই ব্যক্তি গাড়ি চালানোর সময় নিশানায় পরিণত হন। এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরের মধ্যাঞ্চলের মিখমাস গ্রাম থেকে এক শিশুকে অপহরণ করেছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী: আফগানিস্তানে ন্যাটোর ভূমিকা খাটো করে দেখা অগ্রহণযোগ্য
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি বলেছেন, আফগানিস্তানে ন্যাটো বাহিনীর ভূমিকা তুচ্ছ-তাচ্ছিল্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তা অগ্রহণযোগ্য।
ট্রাম্প বৃহস্পতিবার ফক্স নিউজকে বলেন, যুক্তরাষ্ট্রের ন্যাটো মিত্রদেরকে কখনোই আমাদের প্রয়োজন পড়েনি। তিন অভিযোগ করেন যে, ন্যাটো মিত্ররা যুক্তরাষ্ট্রের প্রতি তাদের দায়িত্ব পালন করেনি।
মার্কিন কর্মকর্তারা বলছেন: পুতিন–জেলেনস্কি বৈঠক সম্ভব
রাশিয়া–ইউক্রেন সংঘাতের প্রেক্ষাপটে এক মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে (নাম প্রকাশ না করে) বলেছেন, দুই দিনের শান্তি আলোচনার পর আবুধাবিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি সাক্ষাতের সম্ভাবনা দেখা দিয়েছে।
শনিবার শেষ হওয়া এই ত্রিপক্ষীয় শান্তি আলোচনা ছিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রথম সরাসরি আলোচনা। ওই মার্কিন কর্মকর্তা বলেন, “আমরা পুতিন ও জেলেনস্কির মধ্যে একটি বৈঠকের খুব কাছাকাছি পৌঁছে গেছি।”
পশ্চিম এশিয়ার দেশগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘নরম যুদ্ধ’ নিয়ে ইয়েমেনের আনসারুল্লাহর সতর্কতা
ইয়েমেনের প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহর এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যাপক প্রচারণা ও হৈচৈয়ের মাধ্যমে সামরিক আগ্রাসনের ক্ষেত্র তৈরির চেষ্টা করছে। তারা এই অঞ্চলের জনমতকে প্রভাবিত করার চেষ্টা করছে।
আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ রোববার বলেন, ওয়াশিংটন ও তেল আবিব অঞ্চলের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। তিনি জোর দিয়ে বলেন, মার্কিন ও ইসরায়েলি পক্ষ একটি পরিকল্পিত ও ধ্বংসাত্মক নীতি অনুসরণ করছে, যার লক্ষ্য হলো আগ্রাসনের আগে জনমতকে নিয়ন্ত্রণ ও প্রভাবিত করা, যাতে অবৈধ আগ্রাসন ও আক্রমনের বিষয়ে জনগণ প্রতিক্রিয়া না দেখায়।#
পার্সটুডে/এসএ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন