ভেনেজুয়েলা: হত্যার হুমকি ও মাদুরোকে অপহরণের বিষয়ে নয়া তথ্য দিলেন রোদ্রিগেজ
-
ভেনেজুয়েলাকে মার্কিন হুমকি
পার্সটুডে- ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রোদ্রিগেজ দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন সেনাদের মাধ্যমে অপহরণের বিষয়ে নতুন বিবরণ তুলে ধরে বলেছেন- ভেনেজুয়েলায় হামলার শুরুতেই ওয়াশিংটন দেশটির শীর্ষ নেতাদের হত্যার হুমকি দিয়েছিল।
তিনি এক প্রতিবেদনে কারাকাসে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের নতুন দিক উন্মোচন করেন। তিনি জোর দিয়ে বলেন, ওয়াশিংটনের হুমকি শুধু প্রেসিডেন্টের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; ভাইস প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীও যুক্তরাষ্ট্র সরকারের পরবর্তী নিশানা ছিল। ৩ জানুয়ারি শনিবার ভোরে মার্কিন সেনারা ভেনেজুয়েলার ভূখণ্ডে হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণের খবর জানান।
ওয়াশিংটনের সরাসরি হুমকি
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের মতে, “আমেরিকা মাত্র ১৫ মিনিট সময় দিয়েছিল এবং এই বলে হুমকি দিয়েছিল যে, তাদের সঙ্গে সহযোগিতা না করলে ভেনেজুয়েলার শীর্ষ কর্মকর্তাদের হত্যা করা হবে।”
রোদ্রিগেজ বলেন, প্রথমে দাবি করা হয়েছিল যে মাদুরো ও তার স্ত্রী নিহত হয়েছেন, কিন্তু পরে স্পষ্ট হয় যে, তাদের অপহরণ করা হয়েছে। তিনি আরও বলেন, সরকারের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল একই ধরনের পরিণতির জন্য প্রস্তুত থাকা।
বন্দিদের মুক্তি ও বিদেশি চাপ মোকাবিলা
রোদ্রিগেজ জানান, গত ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ৬২৬ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে এবং অন্তর্বর্তী সরকার অভ্যন্তরীণ স্থিতিশীলতা ফিরিয়ে আনা ও বিদেশি চাপ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। প্রতিবেদনে বলা হয়েছে, মাদুরো অপহরণের পর চারজন মার্কিন বন্দিকেও মুক্তি দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্রের বিবরণ
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মাদুরোকে আটক করার অভিযানে “ডিসরাপ্টর” নামে একটি গোপন অস্ত্র ব্যবহার করা হয়েছে, যা ভেনেজুয়েলার বাহিনীর সামরিক সক্ষমতা ব্যাহত করে পেরেছিল। প্রতিবেদনে বলা হয়েছে, এই অস্ত্র ব্যবহারের ফলে রাডার ব্যবস্থায় বিঘ্ন ঘটে এবং ভেনেজুয়েলার সেনাদের শারীরিক সমস্যাও দেখা দেয়।
বিরোধ মেটাতে কূটনীতির পথে অগ্রগতি
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ভয়হীন ও সাহসী সংলাপের ওপর জোর দিয়ে বলেন, শিগগিরই তিনি যুক্তরাষ্ট্র সফর করবেন, যাতে কূটনীতির মাধ্যমে দুই দেশের বিরোধ মেটানো যায়। একই সঙ্গে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় রাজনৈতিক সম্পর্ক পুনরায় শুরু করার লক্ষ্যে কারাকাসে একটি মার্কিন কূটনৈতিক প্রতিনিধিদলের আগমনের বিষয়টি নিশ্চিত করেছে।#
পার্সটুডে/এসএ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন