পূর্ব এশিয়া পরিস্থিতি: জাপানের সাবেক প্রধানমন্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড
-
শিনজো আবেকে হত্যার মুহূর্ত
পার্সটুডে- জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে ২০২২ সালে নারা শহরে একটি নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় সশস্ত্র এক ব্যক্তির গুলিতে নিহত হন।
গুলিবর্ষণকারী তেতসুয়া ইয়ামাগামি জাপানের নৌবাহিনীর সাবেক সদস্য ছিলেন। শিনজো আবে ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
চীন: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার যোগ্য নয় জাপান
জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি সুন লি বেইজিংয়ের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, জাপান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার যোগ্য নয় এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালনে সক্ষম নয়।
চীন বরাবরই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জাপানের স্থায়ী সদস্যপদ পাওয়ার বিরোধিতা করে আসছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে চীন ও জাপানের মধ্যে উত্তেজনা বেড়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সম্প্রতি বলেন, তাইওয়ানে চীনা সামরিক হামলা জাপানের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলবে এবং টোকিও তার জবাব দেবে। এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানায় চীন।
জাপানের প্রতিনিধি পরিষদ ভেঙে দেওয়া হয়েছে
জাপানের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সিদ্ধান্তে ভেঙে দেওয়া হয়েছে, যাতে আগামী ৮ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের পথ সুগম হয়।
জাপানের প্রতিনিধি পরিষদের স্পিকার ফুকোশিরো নুকাগাও সংসদ ভেঙে দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
জাপানের প্রতিনিধি পরিষদের নির্বাচনী প্রচারণা শুরু হবে ২৭ জানুয়ারি এবং নতুন প্রতিনিধি পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৮ ফেব্রুয়ারি।#
পার্সটুডে/এসএ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন