ডিসেম্বর ৩০, ২০২৩ ০৯:৪৬ Asia/Dhaka
  • পাশ্চাত্যকে ব্যর্থ চাপপ্রয়োগ বন্ধ করে আলোচনার টেবিলে বসতে হবে: ইরান

ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে তেহরানের ওপর ব্যর্থ চাপ প্রয়োগ বন্ধ করার জন্য ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।  নাসের কানয়ানি বলেছেন, যে চাপ প্রয়োগ এখন পর্যন্ত কোনো ফল দেয়নি তা বাদ দিয়ে পাশ্চাত্যের উচিত প্রয়োজনীয় রাজনৈতিক পদক্ষেপ নেয়া।

ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে আমেরিকা ও তিন ইউরোপীয় দেশ- ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি একটি যৌথ বিবৃতি প্রকাশ করার পর কানয়ানি এ প্রতিক্রিয়া জানালেন। ইরান শতকরা ৬০ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের মাত্রা বাড়িয়ে দিয়েছে- দাবি করে ওই বিবৃতিতে তেহরানের নিন্দা জানানো হয়।

ওই বিবৃতির প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেন, তার দেশের সকল পরমাণু তৎপরতা শান্তিপূর্ণ লক্ষ্যে পরিচালিত হচ্ছে। কাজেই এই কর্মসূচির ব্যাপারে রাজনৈতিক উদ্দেশ্যে যেসব অভিযোগ করা হচ্ছে তা সমাধানের একমাত্র উপায় সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা।

কানয়ানি বলেন, বল এখন আমেরিকা ও তিন ইউরোপীয় দেশের কোর্টে। ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে বিবৃতি প্রকাশ ও নিষ্ফল চাপপ্রয়োগ বন্ধ করে তাদেরকে এখন প্রয়োজনীয় রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, পশ্চিমা ওই চার দেশ আলোচনার টেবিল ত্যাগ করেছে। কাজেই ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে কোনো মন্তব্য করার অধিকার তাদের নেই।

আইএইএর তত্ত্বাবধানে নিজের শান্তিপূর্ণ প্রয়োজন মেটানোর জন্য ইরান ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে যাবে বলে তিনি জোর দিয়ে উল্লেখ করেন। কানয়ানি বলেন, একতরফা দাবিদাওয়া উত্থাপন ও অতীতের ভুলগুলোর পুনরাবৃত্তি করে পশ্চিমা দেশগুলো কোনো কিছু অর্জন করতে পারবে না। তিনি শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পরিচালনার ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে আইএইএকে সহযোগিতা করে যাওয়ার কথা পুনর্ব্যক্ত করেন।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৩০

 

ট্যাগ