জানুয়ারি ০৯, ২০১৮ ১৬:৪৩ Asia/Dhaka
  • ইসহাক জাহাঙ্গিরি
    ইসহাক জাহাঙ্গিরি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বলেছেন, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলে আমেরিকাই ক্ষতিগ্রস্ত হবে। ইরানের সাবেক প্রেসিডেন্ট আয়াতুল্লাহ হাশেমি রাফসানজানির প্রথম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে আজ তিনি এ কথা বলেন।

জাহাঙ্গিরি আরও বলেছেন, আমেরিকার জেনে রাখা উচিত তারা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলে ইরানিরা এ জন্য শোক পালন করবে না।

২০১৬ সালের জানুয়ারি মাস থেকে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের সই হওয়া পরমাণু সমঝোতার বাস্তবায়ন শুরু হয়েছে। পরমাণু সমঝোতায় সই করার পরও আমেরিকা তা বাস্তবায়নে গড়িমসি করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে যাওয়ারও হুমকি দিয়েছেন।

ইসলামি বিপ্লবে আয়াতুল্লাহ রাফসানজানির ভূমিকা প্রসঙ্গে ইরানের ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গিরি বলেছেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ইসলামি বিপ্লবের পক্ষে কাজ করে গেছেন। ইরানের সাবেক প্রেসিডেন্ট ও নীতি নির্ধারণী পরিষদের সাবেক প্রধান হাশেমি রাফসানজানি গত বছরের এ দিনে ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৯ 

ট্যাগ