জুন ১৩, ২০২১ ০৫:২৬ Asia/Dhaka
  • শেষ টেলিভিশন বিতর্কে ইরানের প্রেসিডেন্ট প্রার্থীরা যেসব প্রতিশ্রুতি দিলেন

ইরানের আসন্ন ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীরা শনিবার তৃতীয় ও শেষ টেলিভিশন বিতর্কে অংশগ্রহণ করে নিজের চূড়ান্ত নির্বাচনি প্রতিশ্রুতি সম্পর্কে জনগণকে অবহিত করেছেন। আগামী ১৮ জুন শুক্রবার ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবারের বিতর্কে সাইয়্যেদ আমিরহোসেইন কাজিজাদে হাশেমি বলেন, তিনি দেশ থেকে এমনভাবে শ্রেণিবৈষম্য তুলে দেয়ার চেষ্টা করবেন যাতে ধনী বা গরীবের কোনো অস্তিত্ব না থাকে। অপর প্রার্থী মোহসেন রেজায়ি বলেন, তিনি এ পর্যন্ত যত প্রতিশ্রুতি দিয়েছেন তার প্রতিটি বাস্তবায়নযোগ্য এবং তিনি সেগুলো বাস্তবায়ন করবেন। রেজায়ি বলেন, তিনি দেশের সকল জনগোষ্ঠীর প্রতিনিধিদেরকে তার সরকারে অন্তর্ভুক্ত করবেন।

তৃতীয় ও শেষ টেলিভিশন বিতর্কের অপর প্রার্থী সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেন, বর্তমান সরকার পঞ্চম ও ষষ্ঠ পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার অনেকগুলো কর্মসূচি বাস্তবায়ন করেনি কিন্তু তিনি নির্বাচিত হলে এসব কর্মসূচি বাস্তবায়ন করবেন।

ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী আলীরেজা জাকানি বলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশ পরিচালনার কারণে যোগ্য ব্যক্তিদেরকে নির্বাহী পদগুলোতে বসাবেন যাতে দ্রুত দেশর উন্নতি হয়।

শনিবারের বিতর্কে মোহসেন মেহর আলীজাদে বলেন, তিনি নির্বাচিত হলে সব দল ও মতের লোকদের নিয়ে একটি স্বাধীন, সুজলা-সুফলা ইরান গঠনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবেন। ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের অপর প্রার্থী আব্দুননাসের হেম্মাতি বলেন, তিনি গত তিন বছরে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর থাকার সময় প্রায় খালি হাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেয়া অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলা করেছেন।

বিতর্কে অংশ নিয়ে সর্বশেষ প্রার্থী সাঈদ জালিলি বলেন, নির্বাচিত প্রেসিডেন্টকে একথা উপলব্ধি করতে হবে যে, তিনি দেশের সকল জনগণের প্রেসিডেন্ট এবং সবার আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে তার দায়িত্ব।#

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ