জুলাই ০৭, ২০২৩ ১৪:৫৮ Asia/Dhaka
  • এক ইহুদিবাদী সেনা নিহত, আরেকজনের অবস্থা গুরুতর

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে একজন ফিলিস্তিনি বন্দুকধারির গুলিতে এক ইহুদিবাদী সেনা নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছে।

গত সোমবার জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি সেনারা যে বর্বর আগ্রাসন চালিয়েছে তার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে বলে দৃশ্যত মনে করা হচ্ছে। সোমবারের আগ্রাসনে পাঁচটি শিশুসহ ১২ ফিলিস্তিনি শহীদ হন।

ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, “গতকাল (বৃহস্পতিবার) বিকেলে জেনিন শহরের কেদুমিম শরণার্থী শিবিরের কাছে তল্লাশির জন্য একটি গাড়ি থামানো হয়। এ সময় গাড়িতে থাকা এক ব্যক্তি সেনাদের ওপর গুলি চালায় এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সেনারা তাকে গুলি করে এবং সেখানে তার মৃত্যু হয়।”

ইসরাইলের জরুরি বিভাগের একজন কর্মকর্তা জানান, ওই ফিলিস্তিনের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই ইসরাইলি সেনা মারা যায়।গত কয়েক মাস ধরে ইসরাইলি সেনারা ফিলিস্তিনের পশ্চিম তীরের বিভিন্ন অংশে একের পর এক বর্বর অভিযান চালিয়ে যাচ্ছে।

উপায়হীন হয়ে ফিলিস্তিনরাও ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে এবং ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় এ পর্যন্ত বেশ কয়েকজন সেনা ও অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী নিহত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।    

ট্যাগ