আরো এক সেনার মৃত্যুর খবর নিশ্চিত করল ইসরাইল
(last modified Sat, 18 May 2024 05:36:20 GMT )
মে ১৮, ২০২৪ ১১:৩৬ Asia/Dhaka
  • গাজায় ইসরাইলি সেনা (ফাইল ফটো)
    গাজায় ইসরাইলি সেনা (ফাইল ফটো)

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে  ভয়াবহ যুদ্ধের মধ্যে ইহুদিবাদী ইসরাইলের আরো এক সেনা নিহত হয়েছে। দখলদার বাহিনীর বরাত দিয়ে ইসরাইলি গণমাধ্যম এই খবর দিয়েছে। 

এতে বলা হয়েছে, গতকাল (শুক্রবার) উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে প্রতিরোধ যোদ্ধাদের সাথে প্রচণ্ড বন্দুকযুদ্ধের সময় সার্জেন্ট বেন আভিশে নামে এক সেনা নিহত হয়। দখলদার বাহিনী বলেছে, গত অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের মধ্যে সম্ভবত গতকালই সবচেয়ে ভয়াবহ লড়াই হয়েছে। 

ইসরাইলি গণমাধ্যমে সার্জেন্ট বেন আভিশের নিহত হওয়ার খবর প্রকাশের আগেই হামাস জানিয়েছিল, তাদের হামলায় জাবালিয়া শহরের পূর্বাঞ্চলে এক ইসরাইলি সেনা নিহত হয়েছে।

গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ভয়াবহ লড়াইয়ের কথা উল্লেখ করে হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা জাবালিয়া শরণার্থী শিবিরের পূর্বে শত্রু লাইনের পিছনে ঢুকে পড়েছিল এবং এই এলাকায় একটি ট্যাঙ্ক এবং একটি সৈন্যবাহী গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। এতে অনেক সেনা হতাহত হয়েছে। 

দখলদার বাহিনী স্বীকার করেছে যে, প্রতিরোধকামী যোদ্ধাদের সাথে ভয়াবহ লড়াইয়ে গত দুই দিনে তাদের পাঁচ সেনা নিহত এবং ৪০ জনের বেশি আহত হয়েছে। গত অক্টোবর থেকে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ইসরাইলের স্বীকারোক্তি মতে ৬২৬ জন সেনা নিহত এবং ১৭২৩ জন আহত হয়েছে। তবে ফিলিস্তিনের যোদ্ধারা বলছে, তাদের হামলায় এর চেয়ে অনেক বেশি সেনা নিহত হয়েছে। এছাড়া, সম্প্রতি লেবাননের ‌ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ জানিয়েছেন, এ পর্যন্ত ইসরাইলের দেড় হাজার সেনা নিহত হয়েছে।

এই বিপুল সংখ্যক সেনা হতাহত হওয়ার ঘটনায় ইসরাইল ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়েছে। প্রতিদিন সেখানে যুদ্ধ বন্ধের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।