ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন ইসরাইলের সমর্থনে: ইংল্যান্ড অপেক্ষা করুক: আনসারুল্লাহর মহাসচিব
(last modified Fri, 02 May 2025 09:57:39 GMT )
মে ০২, ২০২৫ ১৫:৫৭ Asia/Dhaka
  • আনসারুল্লাহর মহাসচিব
    আনসারুল্লাহর মহাসচিব

পার্সটুডে-ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব জোর দিয়ে বলেছেন যে ইহুদিবাদী সরকারের প্রতি ওয়াশিংটনের সমর্থনের অংশ হিসেবেই ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন চালানো হচ্ছে।

ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব সাইয়্যেদ আব্দুল মালিক বদরুদ্দিন আল-হুথি বলেছেন: ইয়েমেনের ওপর মার্কিন হামলা ইসরাইলি শত্রুদের সমর্থনে চালানো হচ্ছে এবং এটি ইয়েমেন ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধের অংশ। পার্সটুডে আরও জানায়, ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব বৃহস্পতিবার রাতে গাজার জনগণের বিরুদ্ধে ইসরাইলের জঘন্য আগ্রাসন এবং অপরাধকে গণহত্যার একটি স্পষ্ট উদাহরণ হিসাবে বর্ণনা করেন। তিনি আরও বলেন: দুর্ভিক্ষের ছায়া ২০ লক্ষেরও বেশি ফিলিস্তিনিকে মৃত্যুর ঝুঁকিতে ফেলে দিয়েছে।

সাইয়েদ আব্দুল মালিক বদরুদ্দিন আল-হুথি বলেছেন যে, অল্প পরিমাণে অবশিষ্ট খাবারের জন্য ফিলিস্তিনি শিশু এবং মহিলাদের জড়ো হওয়ার দৃশ্য আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য লজ্জাজনক। তিনি বলেন: ইসরাইলি শত্রুরা ক্ষুধা-দুর্ভিক্ষকে মারাত্মক অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব বলেন ইয়েমেনি জাতি ঐশী নির্দেশনার ওপর ভিত্তি করে এগিয়ে যায় এবং দৃঢ় বিশ্বাসের কারণে কুরআনের প্রকল্পের চারপাশে ব্যাপকভাবে সমবেত হয়। তিনি জোর দিয়ে বলেন: ইসরাইলি শত্রুর বিরুদ্ধে ইয়েমেনের অভিযান অধিকৃত ফিলিস্তিনের গভীরে অব্যাহত রয়েছে এবং মার্কিন শত্রুরা তা থামাতে পারে নি।

সাইয়েদ আব্দুল মালিক বদরুদ্দিন আল-হুথি ইয়েমেনে হামলার সময় ব্রিটেনের আগ্রাসন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি সমর্থনের কথা উল্লেখ করে বলেন: ব্রিটেনকে এই অপরাধের পরিণতি ভোগ করার জন্য অপেক্ষা করতে হবে।

ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব লেবাননের প্রতিরোধের প্রতি দেশটির অব্যাহত সমর্থনের উপর জোর দিয়ে বলেন: লেবাননের প্রতিরোধ ইসরাইলি শত্রুদের জন্য একটি বাস্তব প্রতিবন্ধক হিসেবে রয়ে গেছে। যদি কোন প্রতিরোধ না থাকে, তাহলে ইসরাইলি শত্রুরা লেবানন আক্রমণ করে সম্পূর্ণরূপে দখল করার দু:সাহস দেখাবে।#

পার্সটুডে/এনএম/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।