গাজায় ইসরাইলি বর্বরতায় ২১১ সাংবাদিক নিহত
পার্সটুডে- জাতিসংঘের মানবাধিকার কার্যালয় দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সাংবাদিক হত্যার বিষয়ে সতর্কতা জারি করে বলেছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ২১১ জন সাংবাদিক নিহত হয়েছেন। যার মধ্যে ২৮ জন নারী সাংবাদিক। সংবাদমাধ্যমের স্বাধীনতা দিবস উপলক্ষে ঐ কার্যালয় এ তথ্য প্রকাশ করেছে।
ইউনেস্কোর তথ্য অনুযায়ী, এদের মধ্যে অন্তত ৪৭ জন সাংবাদিক নিহত হয়েছেন সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, মঙ্গলবার পর্যন্ত ৪৯ জন সাংবাদিক ইসরাইলি আটক কেন্দ্রে বন্দী রয়েছেন।
একজন সাংবাদিক জাতিসংঘকে বলেন, “যেখানে প্রেস ভেস্ট এক সময় নিরাপত্তার প্রতীক ছিল, এখন তা যেন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।”
জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলের সামরিক অভিযান সাংবাদিকদের লক্ষ্য করে পরিচালিত হয়েছে—এমন শক্ত প্রমাণ রয়েছে। যদি তা সত্য প্রমাণিত হয়, তবে আন্তর্জাতিক আইনের আওতায় এগুলো যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হবে।
ইসরাইলি বাহিনীর হাতে আটক সাংবাদিকরা জাতিসংঘ মানবাধিকার দপ্তরকে জানিয়েছেন, তাদের জিজ্ঞাসাবাদের সময় শারীরিক নির্যাতন, অপমানজনক আচরণ এবং লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হতে হয়েছে। জাতিসংঘের ভাষ্য, এই নির্যাতন সাংবাদিকদের ভয় দেখানো ও কলঙ্কিত করার একটি বৃহত্তর কাঠামোর অংশ বলেই প্রতীয়মান হয়।
জাতিসংঘ এসব পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিক হত্যা, গ্রেপ্তার এবং ভয় দেখানোর মতো তৎপরতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং তৃতীয় পক্ষের সরকারগুলোর পক্ষ থেকে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছে।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গাজায় দখলদার ইসরাইলি হামলায় ৫২ হাজার ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ করায় ইসরাইলি প্রধানমন্ত্রী এবং সাবেক যুদ্ধমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।#
পার্সটুডে/এসএ/৩