মিথ্যাচারের পুনরাবৃত্তি এবং উস্কানিমূলক বক্তব্যে মৌলিক বাস্তবতা পরিবর্তিত হবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
পার্সটুডে-ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন: বারবার মিথ্যা বলার মাধ্যমে মৌলিক বাস্তবতা পরিবর্তন হয় না।
সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেন: এনপিটির প্রতিষ্ঠাতা স্বাক্ষরকারীদের একজন হিসেবে, ইরানের একটি সম্পূর্ণ পারমাণবিক জ্বালানি চক্র থাকার অধিকার রয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি শুক্রবার সন্ধ্যায় তার এক্স সোশ্যাল নেটওয়ার্ক অ্যাকাউন্টে (সাবেক টুইটার) লিখেছেন: নীতিগতভাবে, আমি মিডিয়ার মাধ্যমে আলোচনার মূল উপাদানগুলো সম্পর্কে যুক্তি উপস্থাপন করা এড়িয়ে চলি। পার্সটুডে আরও জানায়, আরাকচি আরও বলেন: আমি যা বলতে চাই তা হল, বারবার মিথ্যা বললে মৌলিক বাস্তবতা পরিবর্তন হয়ে যায় না।
আরাকচি স্পষ্ট করে বলেন: এনপিটি চুক্তির প্রতিষ্ঠাতা স্বাক্ষরকারী একটি দেশ হিসেবে ইরানের একটি সম্পূর্ণ পারমাণবিক জ্বালানি চক্র থাকার পরিপূর্ণ অধিকার রয়েছে। তদুপরি, বেশ কয়েকটি এনপিটি সদস্য রয়েছে যারা ইউরেনিয়াম সমৃদ্ধ করার পাশাপাশি পারমাণবিক অস্ত্র সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে। ইরান ছাড়াও, এই ক্লাবে বেশ কয়েকটি এশীয়, ইউরোপীয় এবং দক্ষিণ আমেরিকার দেশও রয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন: সর্বোচ্চ অবস্থান এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাফল্যের সম্ভাবনাগুলো ধ্বংস করা ছাড়া আর কিছুই অর্জন করা যাবে না।
আরাকচি উল্লেখ করেন: একটি বিশ্বাসযোগ্য এবং টেকসই চুক্তি হাতের নাগালেই রয়েছে। এখন যা প্রয়োজন তা হল সিদ্ধান্তমূলক রাজনৈতিক সদিচ্ছা এবং একটি ন্যায্য মনোভাব।#
পার্সটুডে/এনএম/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।