নভেম্বর ০৪, ২০২৩ ১৯:১৪ Asia/Dhaka
  • ইসমাইল হানিয়া
    ইসমাইল হানিয়া

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল যে আগ্রাসন চালাচ্ছে তাতে আমেরিকার সবুজ সংকেত আছে। 

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের সমস্ত বর্বরতার প্রতি আমেরিকা নিঃশর্ত সমর্থনের নিন্দা করেন ইসমাইল হানিয়া।   

ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যে বৈঠক করেছেন তার সমালোচনা করেন হামাস প্রধান বৈঠকে ব্লিংকেন ইসরাইলকে বেসামরিক ফিলিস্তিনিদের হত্যার বিষয়ে সতর্ক হতে এবং গাজায় যুদ্ধবিরতি দেয়ার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানান।  কিন্তু তার এই সফরের পর ইসরাইল হামলা আরো জোরদার করেছে। 

হামাস প্রধান বলেন, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বর গণহত্যার মধ্যদিয়ে পরিষ্কার হয় যে, দখলদার সেনারা গাজা উপত্যকায় আটকে গেছে। পাশাপাশি তিনি আরব বিশ্বসহ পৃথিবীর সমস্ত মুক্তিকামী মানুষকে ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর আহ্বান জানান।#

পার্সটুডে/এসআইবি/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ