নভেম্বর ২৩, ২০২৩ ১৮:৩২ Asia/Dhaka
  • গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলার ৪৬তম দিন চলছে

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর পাশবিক এবং বর্বরোচিত হামলা ৪৬তম দিনে  প্রবেশ করেছে। ইসরাইলি আগ্রাসী বাহিনী গাজার হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র ছাড়াও মসজিদ, জ্বালানি বিতরণ কেন্দ্র এবং অন্যান্য বেসামরিক অবকাঠামোতে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে।

দখলদার সরকার গাজা উপত্যকার হাসপাতালগুলিতে বোমাবর্ষণ ও অবরোধ চালিয়ে যাচ্ছে এবং তার সাম্প্রতিকতম বর্বর হামলার অংশ হিসেবে এটি উপত্যকার উত্তরে ইন্দোনেশিয়া এবং আল-আওদা হাসপাতালে বোমা বর্ষণ করেছে৷ গাজা উপত্যকায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হামলা ও আগ্রাসনের শুরু থেকে ১৩ হাজারের বেশি মানুষ  শহীদ হয়েছে। এদের মধ্যে  ৫ হাজার  ৬০০ শিশু এবং ৩৪৫০  জন  নারী রয়েছেন। এছাড়া হামলায় ৩১ হাজারের বেশি লোক আহত হয়েছে যাদের মধ্যে ৭৫ ভাগ শিশু এবং রয়েছেন। ইহুদিবাদী ইসরাইলের হামলায়  গাজায়  এ পর্যন্ত ২০১ জন চিকিৎসা কর্মী, ২২ জন উদ্ধারকর্মী এবং ৬০ জন সাংবাদিক শহীদ হয়েছেন।#

 

পার্সটুডে/বাবুল আখতার/২৪

ট্যাগ