জানুয়ারি ০৮, ২০২৪ ১৪:৪৯ Asia/Dhaka
  • ‘হিজবুল্লাহর সাথে যুদ্ধ শুরু হলে ইসরাইল জিততে পারবে না’

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ শুরু করলে ইসরাইলের সেনাবাহিনী বিজয়ী হতে পারবে না। গোপন পর্যালোচনার ভিত্তিতে এ কথা বলেছে আমেরিকার প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বা ডিআইএ।

সংস্থাটির বরাতে ওয়াশিংটন পোস্ট গতকাল (রোববার) এক প্রতিবেদনে বলেছে, গাজায় হামাসের সাথে যুদ্ধের পাশাপাশি লেবাননের হিজবুল্লাহর সাথে যদি ইসরাইলি বাহিনী যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে তারা কঠিন পরিস্থিতির মুখে পড়বে। মার্কিন কর্মকর্তারা এরইমধ্যে ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবে যুদ্ধের নতুন ফ্রন্ট খোলার ব্যাপারে সতর্ক করেছেন।

সম্প্রতি লেবাননের রাজধানী বৈরুতে হামাসের উপপ্রধান সালেহ আল-আরুরিকে ইহুদিবাদী ইসরাইল হত্যা করেছে। এরপর শনিবার প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ ইসরাইলের উত্তরাঞ্চলের একটি সামরিক গোয়েন্দা ঘাঁটিতে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

চলমান পরিস্থিতিতে নেতানিয়াহু লেবানন সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা পরিস্থিতির মৌলিক পরিবর্তন আনার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এ প্রেক্ষাপটে মার্কিন কর্মকর্তারা তাকে দ্বিতীয় ফ্রন্টে যুদ্ধ শুরু না করার পরামর্শ দিয়েছেন। তারা বলেছেন, ইসরাইল যদি দুই ফ্রন্টে যুদ্ধ শুরু করে তাহলে সামরিক বাহিনী ও যুদ্ধ সরঞ্জামকে দুই দিকে ভাগ হয়ে যাবে। এতে ইসরাইলি সেনারা দুর্বল হয়ে পড়বে, যা তাদের জন্য কঠিন অবস্থা তৈরি করবে। 

স্বাভাবিক সময়ে ইসরাইলের সামরিক বাহিনীর আকার খুব বড় নয়; এজন্য যুদ্ধের সময় ইসরাইলকে ব্যাপকভাবে রিজার্ভ সেনাদের ওপর ভরসা করতে হয়। হামাসের সাথে চলমান যুদ্ধের জন্য ইসরাইল তিন লাখ রিজার্ভ সেনা তলব করেছে।#

পার্সটুডে/এসআইবি/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ