ইরানের প্রশাসনিক ব্যবস্থার দীর্ঘ ইতিহাস নিয়ে গর্ব করা যায়: প্রফেসর ফারহাঙ্গি
(last modified Sun, 12 May 2024 12:43:17 GMT )
মে ১২, ২০২৪ ১৮:৪৩ Asia/Dhaka
  • প্রফেসর ফারহাঙ্গি
    প্রফেসর ফারহাঙ্গি

তিন হাজার বছর আগে থেকে ইরানে প্রশাসনিক ব্যবস্থা চালু রয়েছে বলে জানিয়েছেন স্বনামধন্য অধ্যাপক আলী আকবর ফারহাঙ্গি। 'ব্যবস্থাপনা' ক্ষেত্রে শীর্ষস্থানীয় এই গবেষক আরও বলেছেন, ইরানে প্রশাসনিক ব্যবস্থার ইতিহাস গর্বের।

৩৫তম তেহরান আন্তর্জাতিক বইমেলায় তেহরান বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের রচিত 'অ্যানালিটিক্যাল-সোসিওলজিক্যাল হিস্টোরি অব ব্যুরোক্রেসি ইন ইরান' বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অধ্যাপক ফারহাঙ্গি তার লেখা এই বইটি সম্পর্কে বলেছেন, ৫০ বছরেরও বেশি সময় ধরে অধ্যয়নের ফসল হচ্ছে আমার এই বই। ছয় খণ্ডের এই বইয়ের প্রথম খণ্ড উন্মোচন করা হয়েছে। এই বইয়ে সমাজবিজ্ঞানের আলোকে ইরানের প্রশাসনিক ব্যবস্থার ইতিহাস বিশ্লেষণ করা হয়েছে। 

তিনি এই বইটি সম্পর্কে ব্যাখ্যা তুলে ধরতে গিয়ে বলেন, 'বইটির প্রথম খণ্ডে আমি ব্যুরোক্রেসির একাধিক তাত্ত্বিক বিষয় তুলে ধরেছি। ইরানে তিন হাজার বছরের লিখিত ইতিহাস রয়েছে। এই দেশের প্রশাসনিক ব্যবস্থা সব সময় এক রকম ছিল না, এতে উত্থান-পতন ছিল। আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য এই প্রশাসনিক ব্যবস্থা রেখে গেছেন। যাতে আমরা এটিকে আরও সমৃদ্ধ করে পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে পারি।'

বিশ্ববিদ্যালয়ের এই বিশিষ্ট অধ্যাপক আরও বলেন, এই বইয়ের প্রথম খণ্ডে ইসলামপূর্ব যুগের প্রশাসনিক ব্যবস্থার ইতিহাসের পাশাপাশি ইরানে ইসলাম আগমনের প্রথম দিকটার ইতিহাস এবং রাসূল (সা.)'র সময়কালের প্রশাসনিক ব্যবস্থার ইতিহাস তুলে ধরা হয়েছে। এই বইয়ের দ্বিতীয় খণ্ডে বনি উমাইয়া ও বনি আব্বাসের খলিফাদের শাসনকালের ব্যুরোক্রেসির ইতিহাস স্থান পেয়েছে। উমাইয়া এবং আব্বাসীয় খলিফাদের ৫০০ বছরের ইতিহাসের পর গোটা মুসলিম বিশ্বে ইরানিদের তৎপরতা ছিল গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য। চীন সীমান্ত থেকে ইউরোপের প্রাণকেন্দ্র পর্যন্ত বিশাল মুসলিম অঞ্চলের প্রশাসনে ইরানিদের উপস্থিতি ছিল অত্যন্ত সম্মানের। এই দেশ অনেক উত্থান-পতন দেখেছে, দেশের ভবিষ্যতের বিষয়ে খুবই আশাবাদী হতে হবে। ইরানি সংস্কৃতি খুবই সমৃদ্ধ এবং এই সংস্কৃতি মঙ্গোল সম্প্রদায়ে পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। আমি খুব আনন্দিত যে, আমার জীবনের শেষ বেলায় আমি আমাদের দেশের উজ্জ্বল ইতিহাস নিয়ে কাজ করতে পারছি।   

অধ্যাপক আলী আকবর ফারহাঙ্গির জন্ম ১৯৪২ সালে। সাহিত্য থেকে শুরু করে ধর্ম তত্ত্ব, ভাষা বিজ্ঞান, ব্যবস্থাপনা, সমাজবিজ্ঞান, অর্থনীতি এবং যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে গভীর জ্ঞান রাখেন এই বিজ্ঞ অধ্যাপক। 'ব্যবস্থাপনা' ও 'যোগাযোগ' এই দুই সাবজেক্টে ডক্টরেট ডিগ্রি অর্জনের পাশাপাশি 'প্রাতিষ্ঠানিক যোগাযোগ' সাবজেক্টে পোস্ট-ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন তিনি। তেহরান বিশ্ববিদ্যালয়ের এই বিশিষ্ট অধ্যাপকের বহু মূল্যবান বই ও প্রবন্ধ এরিমধ্যে প্রকাশিত হয়েছে। ২০০৫ সালে তিনি ইরানের ব্যবস্থাপনা অঙ্গনের  'কিংবদন্তী' হিসেবে স্বীকৃতি পেয়েছেন। #

সূত্র: মেহের বার্তা সংস্থা

পার্সটুডে/‌এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবু্ক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।