মার্কিন অভিনেত্রী: আমরা দ্রুত পিছনের দিকে যাচ্ছি
(last modified Mon, 30 Jun 2025 13:50:52 GMT )
জুন ৩০, ২০২৫ ১৯:৫০ Asia/Dhaka
  • আমেরিকান অভিনেত্রী চার্লিজ থেরন
    আমেরিকান অভিনেত্রী চার্লিজ থেরন

নতুন জরিপে দেখা গেছে যে স্বাধীন ভোটারদের মধ্যে মার্কিন প্রেসিডেন্টের অনুমোদনের হার তার দ্বিতীয় মেয়াদে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে।

বিশ্লেষকরা বিশ্বাস করেন যে যদি এই প্রবণতা অব্যাহত থাকে তাহলে ট্রাম্পের তার ঐতিহ্যবাহী ভিত্তির উপর নির্ভরতা যথেষ্ট নাও হতে পারে, কারণ স্বাধীন ভোটাররা প্রায়শই নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ধারণ করে এবং দলীয় সম্পৃক্ততার পরিবর্তে প্রকৃত কর্মক্ষমতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা রাখে। তাসনিম সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে,নতুন জরিপে দেখা গেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাধীন ভোটারদের কাছ থেকে সতর্কতার লক্ষণের মুখোমুখি হচ্ছেন, কারণ এই গোষ্ঠীর মধ্যে তার অনুমোদনের হার তার দ্বিতীয় মেয়াদে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে।

আমেরিকান ওয়েবসাইট ডিসিশন ডেস্ক এইচকিউ (ডিডিএইচকিউ)'র তথ্যের মূল্যায়ন অনুসারে,স্বাধীন ভোটারদের মধ্যে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের কর্মক্ষমতার অসম্মতি রেটিং তার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ৬০ শতাংশ ছাড়িয়ে গেছে। জুনে ট্রাম্পের সামগ্রিক অনুমোদনের হার হ্রাসের একটি বিস্তৃত প্রবণতার অংশ এই পতন।

বিশ্লেষকরা বিশ্বাস করেন যে অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে ট্রাম্পের অসন্তুষ্টি স্বাধীন ভোটারদের মধ্যে এই পতনের অন্যতম প্রধান কারণ। মনোভাবের এই পরিবর্তন ডেমোক্র্যাটদের জন্য একটি উল্লেখযোগ্য সুযোগ প্রদান করতে পারে যখন তারা ২০২৬ এবং তার পরেও তাদের নির্বাচনী জোট পুনর্গঠনের চেষ্টা করছে।

ফাইন্যান্সিয়াল টাইমস: ট্রাম্পের অগ্রাধিকার ব্যক্তিগত স্বার্থ

তাছাড়া, ফাইন্যান্সিয়াল টাইমস সংবাদপত্র একটি প্রতিবেদনে লিখেছে যে বৈদেশিক নীতির ক্ষেত্রে তার কর্মক্ষমতা বিশ্বজুড়ে দেশ এবং বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছে। এই পরিস্থিতি ভবিষ্যতের ভবিষ্যদ্বাণী করা অসম্ভব করে তোলে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে বিশ্ব এমন একজনের মুখোমুখি হচ্ছে যিনি তার ব্যক্তিগত স্বার্থকে যেকোনো কৌশলগত দৃষ্টিভঙ্গির চেয়ে শ্রেষ্ঠ মনে করেন।

ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনা

অন্যদিকে,আমেরিকান অভিনেত্রী চার্লিজ থেরন ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনা করেছেন। "আমরা দ্রুত পিছনের দিকে যাচ্ছি। মার্কিন সরকারের অভিবাসন নীতি অপরাধীদের নয়, পরিবারের জীবন ধ্বংস করেছে; নারী অধিকার প্রতিদিন হ্রাস পাচ্ছে এবং লিঙ্গ-ভিত্তিক সহিংসতা বাড়ছে। এটি কোনও নীতি নয়, এটি একটি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। তাদের অভিশাপ।"

পার্সটুডে/এমবিএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।