বিশ্বে ইস্পাত উৎপাদনে ইরানের র‍্যাঙ্কিং কত?
(last modified Mon, 30 Jun 2025 10:44:43 GMT )
জুন ৩০, ২০২৫ ১৬:৪৪ Asia/Dhaka
  • ইরানের ইস্পাত শিল্প
    ইরানের ইস্পাত শিল্প

পার্স টুডে : বিশ্ব ইস্পাত সংস্থা সম্প্রতি বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশগুলোর একটি তালিকা প্রকাশ করেছে।

সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সময়ে বিশ্বে মোট ৭৮৪ মিলিয়ন টন ইস্পাত উৎপাদিত হয়েছে। এই সময়ে ইরান ১৪ মিলিয়ন টন ইস্পাত উৎপাদন করেছে।

এই পরিসংখ্যান অনুযায়ী, ইরান বিশ্বে ইস্পাত উৎপাদনের দিক থেকে এক ধাপ এগিয়ে দশম থেকে নবম স্থানে উঠে এসেছে।

চীন ৪৩১.৬ মিলিয়ন টন ইস্পাত উৎপাদনের মাধ্যমে বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ হিসেবে অবস্থান করছে। দ্বিতীয় অবস্থানে ভারত। এরপর তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে যথাক্রমে জাপান, যুক্তরাষ্ট্র, রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও তুরস্ক।#  

পার্সটুডে/এমএআর/৩০