ফেব্রুয়ারি ০১, ২০২৪ ১৯:৫৮ Asia/Dhaka
  • সৌদি পররাষ্ট্রমন্ত্রী ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী (বামে)
    সৌদি পররাষ্ট্রমন্ত্রী ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী (বামে)

গাজায় ইহুদিবাদী ইসরাইলের চলমান গণহত্যা এবং যুদ্ধাপরাধের বিষয়ে টেলিফোনে আলাপ করেছেন ইরান এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। ফোনালাপে তারা গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের বিষয়ে গুরুত্বারোপ করেছেন।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, গাজায় দখলদার সেনাদের অব্যাহত বর্বরতার কারণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফরহান উদ্বেগ প্রকাশ করেন। গাজার ওপর ইসরাইলের যে দীর্ঘদিনের অমানবিক অবরোধ রয়েছে তা প্রত্যাহারের প্রয়োজনীয়তা এবং গাজা যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধের বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

দুই মন্ত্রী বলেন, গাজা যুদ্ধ বন্ধের মাধ্যমে মধ্যপ্রাচ্যের বৃহৎ অঞ্চলে শান্তি পরিস্থিতি ফিরিয়ে আনা জরুরি। দুই মন্ত্রী লোহিত সাগরের পরিস্থিতি এবং ইরান এবং সৌদি আরবের পারস্পরিক সহযোগিতা নিয়েও আলোচনা করেন।

সৌদি আরব এবং ইরানের মধ্যে নতুন করে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর দ্বীপক্ষীয় সম্পর্ক যে মাত্রায় পৌঁছেছে তাতে দুই মন্ত্রী সন্তুষ্টি প্রকাশ করেন। পবিত্র মক্কা ও মদিনায় ইরানি নাগরিকদের ওমরাহ পালনের বিষয়টি নিয়েও আলোচনা হয়। এ সময় আমির আব্দুল্লাহিয়ান সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে তেহরান সফরের আমন্ত্রণ জানান।#

পার্সটুডে/এসআইবি/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ