এপ্রিল ২৮, ২০২৪ ১০:৫২ Asia/Dhaka
  • উত্তর ইসরাইলের অধিবাসীরা কোনোদিন তাদের ঘরবাড়িতে ফিরতে পারবে না

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসরাইলের সঙ্গে এই সংগঠনের পূর্ণ-মাত্রার যুদ্ধ শুরু হলে উত্তর ইসরাইল থেকে সরে যাওয়া বসতি স্থাপনকারীরা ‘আর কোনোদিন’ তাদের ঘরবাড়িতে ফিরতে পারবে না।

হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম গতকাল (শনিবার) বৈরুতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরাইলি গণহত্যা শুরু হওয়ার জের ধরে লেবাননের হিজবুল্লাহ দখলদারদের বিরুদ্ধে হামলা চালালে ইসরাইলের গোটা উত্তরাঞ্চলের সকল বেসামরিক অধিবাসী তাদের ঘরবাড়ি ছেড়ে দক্ষিণে পালিয়ে গেছে, যাদের সংখ্যা ৭০ হাজারের বেশি বলে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে। হিজুবল্লাহর হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা তাদের বাড়িঘরে ফিরতে পারছে না।

শেখ নাঈম কাসেম বলেন, “ইসরাইলি যুদ্ধমন্ত্রী ইওয়াভ গ্যালান্ট আমাদেরকে হুমকি দিয়ে বলেছেন, আমরা হামলা বন্ধ না করলে তিনি উত্তরাঞ্চলের অধিবাসীদের তাদের ঘরবাড়িতে ফেরানোর স্বার্থে দক্ষিণ লেবাননে আগ্রাসন চালাবেন।”

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমি গ্যালান্টকে বলতে চাই, সেরকম আগ্রাসন চালানো হলে যারা ঘরবাড়ি ত্যাগ করেছে তাদের সংখ্যা কেবল বাড়তে থাকবে এবং সম্ভবত তারা আর কোনোদিন তাগের ঘরবাড়িতে ফিরতে পারবে না।” এ বক্তব্যের মাধ্যমে হিজবুল্লাহর এই নেতা তার সংগঠনের মাধ্যম উত্তর ইসরাইল দখল কিংবা ইসরাইলের ধ্বংস হয়ে যাওয়ার প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন। #

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ