হিজবুল্লাহর হামলায় ইসরাইলি সামরিক যান ধ্বংস, সম্ভবত ৮ দখলদার সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i129252
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দখলদার ইসরাইলের 'আভিভিম' উপশহরে একটি সাজোয়া যান ধ্বংস করেছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, তারা দু'টি গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে সাজোয়া যানটিকে পুরোপুরি ধ্বংস করতে সক্ষম হয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ১১, ২০২৩ ১৮:৩২ Asia/Dhaka

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দখলদার ইসরাইলের 'আভিভিম' উপশহরে একটি সাজোয়া যান ধ্বংস করেছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, তারা দু'টি গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে সাজোয়া যানটিকে পুরোপুরি ধ্বংস করতে সক্ষম হয়েছে।

ধারণা করা হচ্ছে ঐ সামরিক যানে থাকা সব ইসরাইলি সেনা প্রাণ হারিয়েছে। 'যেলদা' টাইপের এই সামরিক যানে সাধারণত ৮ জন সেনা থাকে।

এছাড়া, ইসরাইলের আল আরামাশা এলাকার একটি সামরিক ঘাঁটিতে লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে আল মায়াদিন টিভি চ্যানেল খবর দিয়েছে।

ইসরাইলি বাহিনী লেবানন সীমান্তের কয়েকটি পর্যবেক্ষণ টাওয়ারে হামলা চালানোর পর হিজবুল্লাহ পাল্টা আঘাত হানল। গাজায় ফিলিস্তিনিদের আল আকসা তুফান অভিযান শুরুর পর থেকেই লেবানন সীমান্তেও উত্তেজনা দেখা দিয়েছে। এ পর্যন্ত হিজবুল্লাহর অন্তত তিন সেনা শহীদ হয়েছেন। অন্যদিকে, দখলদার ইসরাইলের এক ডেপুটি কমান্ডারসহ কয়েক জন ইসরাইলি সেনা নিহত হয়েছে বলে জানা গেছে।

আল আকসা তুফান শুরুর পর লেবানন থেকে এ পর্যন্ত ৩০টির মতো ক্ষেপণাস্ত্র দখলদার ইসরাইলে নিক্ষেপ করা হয়েছে।

ইসরাইলে টিভি চ্যানেল 'ফোরটিন' লেবানন থেকে ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করে বলেছে, তারা নিশ্চিত কয়েক জন ইসরাইলি সেনা নিহত হয়েছে, তবে সঠিক পরিসংখ্যান তাদের হাতে নেই।# 

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।