সেপ্টেম্বর ১৫, ২০২২ ১৯:২৮ Asia/Dhaka

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল দাবি করেছেন যে ইরানের পরমাণু সমঝোতা চুক্তি বা জেসিপিওএ-তে ফিরে যাওয়ার আলোচনা শেষ পর্যায়ে পৌঁছেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দুর্ভাগ্যক্রমে আমেরিকার রাজনৈতিক পরিস্থিতির কারণে এবং অনেক বিষয়ে এখনও সিদ্ধান্ত না নেওয়ার কারণে আমরা এক ধরণের অচলাবস্থার মধ্যে রয়েছি।

জোসেফ বোরেল এর আগে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন যে পরমাণু আলোচনায় অংশ নেয়া পক্ষগুলো ইরানের পরমাণু ইস্যুতে ঐক্যমত্যে পৌছানোর পরিবর্তে তাদের মধ্যে দুরত্ব দিন দিন বেড়েই চলেছে। তিনি জোর দিয়ে বলেন: "আলোচনায় অংশ নেয়া পক্ষগুলো পরমাণু সমঝোতার কাছাকাছি তো আসেনিই বরং তারা আরও দূরে সরে যাচ্ছে। বোরেল বলেন,  বিষয়টি  "খুব উদ্বেগজনক" অবস্থায় উপনিত হয়েছে কারণ চুক্তিটি সম্পূর্ণভাবে বিপন্ন হতে পারে।

সাম্প্রতিক সপ্তাহগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবিত খসড়া চুক্তির ব্যাপারে একে অপরের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করছে। বোরেল মনে করেন পরমাণু চুক্তির পুনরুজ্জীবন করার জন্য এটাই সর্বশেষ সুযোগ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন যে ইরান একটি ভাল, শক্তিশালী এবং স্থিতিশীল চুক্তির চূড়ান্ত ধাপে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় যথেষ্ট ইচ্ছা এবং সদিচ্ছা বারবার দেখিয়েছে । তিনি এ বিষয়ে আরো বলেন,  বর্তমান পরিস্থিতিতে চুক্তির একমাত্র বাধা হল বাস্তবতার অভাব এবং এটা আমেরিকার পক্ষ থেকে প্রয়োজনীয় ইচ্ছার অভাব।

একই সময়ে, মার্কিন যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যশক্তিগুলো পরমাণু আলোচনায় সন্তোষজনক ফলাফল অর্জনের জন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণের পরিবর্তে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ সৃষ্টির লক্ষ্যে তাদের এজেন্ডায় অ-গঠনমূলক এবং ধ্বংসাত্মক পদক্ষেপ নিয়েছে। এই ক্ষেত্রে সর্বশেষ পদক্ষেপ হল আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র পক্ষ থেকে ইরান বিরোধী বিবৃতি জারি।

বুধবারের বৈঠকে ৫৬টি দেশের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা যার মধ্যে ২৩টি এজেন্সির বোর্ড অফ গভর্নরস ইরানের বিরুদ্ধে একটি বিবৃতি জারি করে এবং জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থাকে সহযোগিতা না করার জন্য  তেহরানকে অভিযুক্ত করে।  ইরানবিরোধী এই বিবৃতি পড়ার পরও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বোর্ড অব গভর্নরসের অধিবেশন কোনো প্রস্তাব জারি ছাড়াই শেষ হয়েছে। ভিয়েনা ভিত্তিক আন্তর্জাতিক সংস্থায় রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ পারমাণবিক শক্তি সংস্থার বোর্ড অফ গভর্নরদের সভায় বলেছেন: "মেগাফোন কূটনীতি" ইরানের বিরুদ্ধে কার্যকর নয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান আইএইএ'র ইরান বিরোধী বক্তব্য প্রসঙ্গে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাঈদির সঙ্গে এক টেলিফোনালাপে বলেছিলেন, পাশ্চাত্যের সঙ্গে এখন ইরানের চুক্তি স্বাক্ষরের বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে আমেরিকার ওপর। মার্কিন সরকার বাস্তবদর্শী হয়ে নিজের রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শন করলেই চুক্তি স্বাক্ষর করা সম্ভব। তিনি আরো বলেছিলেন, আইএইএর বোর্ড অব গভর্নর্সের বৈঠক থেকে অগঠনমূলক বিবৃতি প্রকাশ করে কোনো কিছু অর্জন করতে পারবে না পাশ্চাত্য।#

পার্সটুডে/এমবিএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ