জুন ১৩, ২০২৩ ১০:০৫ Asia/Dhaka
  • পুতিনের সঙ্গে ‘হাতে হাত রেখে’ কাজ করতে চান কিম জং-উন

রাশিয়ার প্রতি ‘পূর্ণ সমর্থন ও সংহতি’ ঘোষণা করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। তিনি বলেছেন, উত্তর কোরিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘হাতে হাত রেখে’ কাজ করতে চায়।

সোমবার রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে প্রেসিডেন্ট পুতিনকে পাঠানো এক বার্তায় নিজের এ আগ্রহের কথা ঘোষণা করেন কিম জং-উন। তিনি মস্কোর সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে ‘ঘনিষ্ঠ কৌশলগত সহযোগিতা’ করার আগ্রহ প্রকাশ করে বলেন, দু’দেশের নাগরিকদের যৌথ আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে এ সহযোগিতা জরুরি।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধে মস্কোর প্রতি ‘পিয়ংইয়ংয়ের ‘পূর্ণ সমর্থন’ রয়েছে বলে জানান কিম জং-উন। তবে উত্তর কোরিয়ার নেতা সরাসরি যুদ্ধ শব্দটি ব্যবহার করেননি বলে দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে। 

প্রেসিডেন্ট পুতিনের কাছে পাঠানো বার্তায় কিম আরো বলেন, “নিঃসন্দেহে ন্যায়পন্থিদের বিজয় হবে এবং রাশিয়ার জনগণের ‘বিজয়ের ইতিহাস’ আরো সমৃদ্ধ হবে। শত্রু ভাবাপন্ন দেশগুলোর ক্রমাগত হুমকির মোকাবিলায় প্রেসিডেন্ট পুতিনের ‘সঠিক সিদ্ধান্ত ও দিকনির্দেশনার’ ভূয়সী প্রশংসা করেন উত্তর কোরিয়ার নেতা।

তিনি ইউক্রেন যুদ্ধকে আমেরিকার ‘প্রক্সি যুদ্ধ’ বলেও মন্তব্য করেন। কিয়েভের প্রতি পাশ্চাত্যের সামরিক সাহায্যের তীব্র নিন্দা জানিয়ে কিম জং-উন বলেন, আমেরিকাসহ অন্যান্য পশ্চিমা দেশের ‘আধিপত্যবাদী নীতি’ এ যুদ্ধের জন্য দায়ী। এর আগে ২০২২ সালের আগস্ট মাসে প্রেসিডেন্ট পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের মধ্যে কয়েকবার চিঠি আদান-প্রদান হয়েছিল। #

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ