58
ফার্সি ভাষায় 'মোসাফের' مسافر মানে যাত্রী (৫৮তম পর্ব)
পাঠক! ফার্সি ভাষা শিক্ষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনারা যারা নিয়মিত এ আসরে আমাদের সঙ্গ দেন, তাদের হয়তো মনে আছে, গত সপ্তায় আমরা মোহাম্মাদ ও তার ইরানী বন্ধু সমনের কথাবার্তা শুনছিলাম। সমন তার এলাকা, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উরুমিয়েহ শহর ও উরুমিয়েহ হ্রদ সম্পর্কে মোহাম্মাদকে বিস্তারিত জানায়। সেখানকার সবুজ শ্যামল পরিবেশ এবং মাছবিহীন লবনাক্ত হ্রদ উরুমিয়েহ হ্রদ সম্পর্কে শোনার পর মোহাম্মাদ ঐ এলাকা সম্পর্কে ব্যাপক কৌতুহলি হয়ে ওঠে।