32
নারী: মানব-ফুল-৩২ (মায়ের মর্যাদা ও দায়িত্ব)
শৈশবই ভবিষ্যৎ জীবনের ভিত্তি। এই ভিত্তিকে সুদৃঢ় করে ভবিষ্যতের আদর্শ সন্তান গড়তে মায়ের ভূমিকাই প্রধান ও মুখ্য। একজন সচেতন ও বিজ্ঞ মা-ই পারেন তার সন্তানকে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা দিতে। একজন শিশুর সবচেয়ে বড় সাথী তার মা, সুন্দর চরিত্রবান সন্তান গড়ার কারিগরও হলেন মা।