জুন ২৭, ২০২১ ১৬:৪০ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! ২৭ জুন রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • ঢাবির হলে মধ্যরাতে অভিযান, ৬ কক্ষ সিলগালা-প্রথম আলো
  • সময়মতো উৎপাদনে না আসায় কয়লাভিত্তিক ১০ বিদ্যুৎকেন্দ্র বাতিল -ইত্তেফাক
  • সিনহা হত্যার বিচার শুরু, প্রদীপসহ ১৫ আসামির বিরুদ্ধে চার্জ গঠন -কালের কণ্ঠ
  • হিউম্যান রাইটস ওয়াচের অভিযোগ ভিত্তিহীন: কাদের-যুগান্তর
  • লকডাউন তামাশায় পরিণত হয়েছে: ফখরুল–মানবজমিন
  • সর্বাত্মক লকডাউন’ : মাঠে থাকবে পুলিশ-বিজিবি-সেনাবাহিনী-বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • পশ্চিমবঙ্গ ফিনকর্প থেকে কর্মীদের বেতন দিতেন দেবাঞ্জন! ব্যাঙ্ক লেনদেনেও জালিয়াতি-আনন্দবাজার
  • কাশ্মীরে ৩৭০ ধারা না ফেরালে ৩৭১-এর সংশোধন হোক, পরামর্শ প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর -সংবাদ প্রতিদিন
  • দৈনিকটির আরেকটি শিরোনাম:  করোনা টিকার জোড়া ডোজেও মিলল না রেহাই, ডেল্টা প্লাসে আক্রান্ত বৃদ্ধা

ঢাবির হলে মধ্যরাতে অভিযান, ৬ কক্ষ সিলগালা-প্রথম আলো

করোনার কারণে বন্ধ থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর কোনো কোনোটিতে কিছু ছাত্র অবৈধভাবে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে দুটি হলে অভিযান চালিয়ে তিনটি করে ছয়টি কক্ষ সিলগালা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে শুরু হওয়া এ অভিযান চলে রাত ১টা পর্যন্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানীর নেতৃত্বে অভিযানে জহুরুল হক হল ও এসএম হলের প্রাধ্যক্ষ, হল দুটির আবাসিক শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্য এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের কর্মকর্তারা অংশ নেন।

সিনহা হত্যার বিচার শুরু, প্রদীপসহ ১৫ আসামির বিরুদ্ধে চার্জ গঠন -কালের কণ্ঠ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় কারান্তরীণ টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসসহ ১৫ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচারকার্য শুরু হলো। রবিবার (২৭ জুন) কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত চার্জগঠনের আদেশ দেন। সেই সঙ্গে প্রদীপসহ ১০ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গণমাদ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম।

এর আগে ১৩ জুন দুপুরে একই আদালতে ওসি প্রদীপের জামিন আবেদন শুনানির কথা থাকলেও তা ২৭ জুন করা হবে বলে দিন ধার্য করা হয়েছিল। ২৪ জুন আত্মসমর্পণ করা ওসি প্রদীপের সহযোগী কনস্টেবল সাগর দেবের করা জামিন আবেদনও আজ শুনানির তারিখ দেওয়া হয়। রবিবার সকাল সাড়ে ১০টায় প্রিজনভ্যানে করে জেলা কারাগার থেকে আসামিদের কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আনা হয়। কঠোর নিরাপত্তায় কাঠগড়ায় তোলা হয় ১৫ আসামিকে। প্রিজনভ্যান থেকে আসামিদের নামানোর সময় কান্নার রোল পড়ে স্বজনদের মাঝে।

হিউম্যান রাইটস ওয়াচের অভিযোগ ভিত্তিহীন: কাদের-যুগান্তর

বাংলাদেশে নিরাপত্তা হেফাজতে নিষ্ঠুর আচরণ করা হয়’- হিউম্যান রাইটস ওয়াচসহ কয়েকটি মানবাধিকার সংগঠনের এমন অভিযোগ অসত্য, ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, এই অভিযোগ কোনো বিশেষ মহলের ষড়যন্ত্রমূলক তৎপরতারই অংশ। ওবায়দুল কাদের রোববার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে একথা জানান। সুনির্দিষ্ট অভিযোগ কিংবা আদালতের নির্দেশনার প্রেক্ষিতে গ্রেফতার ব্যক্তিকে বিদ্যমান বিধিবিধান মতে জিজ্ঞাসাবাদ করা হয় বলেও জানান ওবায়দুল কাদের।

বিভিন্ন সময়ে ঢালাওভাবে গুমের অভিযোগ করার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পরবর্তীতে এসব মিথ্যা প্রমাণিত হয়, যা অতি সম্প্রতি দেখা গেছে।

সময়মতো উৎপাদনে না আসায় কয়লাভিত্তিক ১০ বিদ্যুৎকেন্দ্র বাতিল -ইত্তেফাক

সময়মতো উৎপাদনে না আসায় সরকার কয়লাভিত্তিক ১০টি পাওয়ার প্ল্যান্ট প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আজ রবিবার (২৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা জানান।ঃ

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‌‘করোনাভাইরাস মহামারির মধ্যে বিশ্বব্যাপী জ্বালানির ক্ষেত্রে নতুন চিন্তা এসেছে। নতুন প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে হবে। এর অংশ হিসেবে কয়লাভিত্তিক বিদুৎ প্রকল্প বাতিলের সিদ্ধান্ত হয়েছে। ১০টি কয়লাভিত্তিক বিদুৎকেন্দ্রকে বাদ দেওয়া হয়েছে। কারণ তারা সময়মতো উৎপাদনে আসতে পারেনি।’

বাতিল হওয়া কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো হলো- পটুয়াখালী ২×৬৬০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, উত্তরবঙ্গ এক হাজার ২০০ মেগাওয়াট সুপার থারমাল পাওয়ার প্লান্ট, মাওয়া ৫২২ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, ঢাকা ২৮২ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, চট্টগ্রাম ২৮২ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প।

লকডাউন তামাশায় পরিণত হয়েছে: ফখরুল–মানবজমিন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইতোমধ্যে সরকার পুনরায় লকডাউন ঘোষণা করেছে যা এখন তামাশায় পরিণত হয়েছে। সরকারের অযোগ্যতা এবং জবাবদিহিহীনতার কারণে লকডাউন সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। গরিব সাধারণ মানুষ, দিন আনে দিন খায় শ্রেণির মানুষের খাদ্যের ব্যবস্থা না করে, অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিক ও কর্মরত ব্যক্তিদের নগদ টাকা ট্রান্সফারের ব্যবস্থা না করে লকডাউন কখনই কার্যকর হতে পারে না।রোববার দুপুরে গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। শনিবার (২৬ জুন) অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো জানাতে আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সর্বাত্মক লকডাউন’ : মাঠে থাকবে পুলিশ-বিজিবি-সেনাবাহিনী-বাংলাদেশ প্রতিদিন

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে দেশে ১ জুলাই (বৃহস্পতিবার) থেকে  ‘সর্বাত্মক লকডাউন’ বাস্তবায়নে পুলিশ-বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রবিবার বিভিন্ন বিভাগের কর্মসম্পাদন চুক্তি শেষে সচিবালয়ে তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘লকডাউন না মানলে মৃত্যুর সংখ্যা বাড়বে, হাসপাতালে চিকিৎসা দেওয়া মুশকিল হয়ে যাবে। করোনা নিয়ন্ত্রণ করা না গেলে অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হবে, অন্য দেশ ভিসা দিতে চাইবে না।’ দেশের হাসপাতালের চিত্র তুলে ধরে তিনি জানান, এখনো হাসপাতালে যথেষ্ট বেড আছে। হাইফ্লো ন্যাজাল ক্যানোলা পর্যাপ্ত আছে। ওষুধের কোনো ঘাটতি নেই। তিনি বলেন, মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পেতে বাংলাদেশ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। চীনের সঙ্গে করা চুক্তি অনুযায়ী আগামী মাসে টিকা আসবে। আশা করা হচ্ছে, টিকা কার্যক্রম আর বন্ধ হবে না। দেশীয় টিকা উৎপাদনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গ ফিনকর্প থেকে কর্মীদের বেতন দিতেন দেবাঞ্জন! ব্যাঙ্ক লেনদেনেও জালিয়াতি-আনন্দবাজার

ব্যাঙ্ক লেনদেন নিয়ে নতুন রহস্য সামনে এল ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেবের বিরুদ্ধে। জানা গিয়েছে, দেবাঞ্জনের কর্মীদের বেতনের টাকা পশ্চিমবঙ্গ ফিনকর্প থেকে কর্মীদের অ্যাকাউন্টে জমা হয়েছে। এখন প্রশ্ন উঠছে, উপযুক্ত নথি ছাড়া সরকারি সংস্থা ফিনকর্পের সঙ্গে তিনি কিভাবে যুক্ত হলেন।

কলকাতা পুরসভার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের পাশাপাশি কসবায় একটি অফিস ছিল দেবাঞ্জনের। সেখানে অনেক কর্মী কাজ করতেন। তাঁদের অনেকেই এই প্রতারণা-কাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। ওই কর্মীদের বেশির ভাগের বেতন পশ্চিমবঙ্গ ফিনকর্পের মাধ্যমে দেওয়া হত বলে জানা যাচ্ছে। নিয়ম অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ ফিনকর্পে কোনও সংস্থা অ্যাকাউন্ট খুলতে পারে। সেই অ্যাকাউন্টের সঙ্গে ব্যাঙ্ককে যুক্ত করা হয়। এ ক্ষেত্রে ব্যাঙ্কে কলকাতা পুরসভার নাম করে অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে তদন্তকারীরা মনে করছেন। তবে ওই অ্যাকাউন্ট খুলতে সঠিক নথিপত্র ব্যবহার করা হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া এই ঘটনায় পুরসভার কেউ জড়িত আছে কি না তা-ও তদন্ত করে দেখছে পুলিশ আধিকারিকরা।

করোনা টিকার জোড়া ডোজেও মিলল না রেহাই, ডেল্টা প্লাসে আক্রান্ত বৃদ্ধা-সংবাদ প্রতিদিন

এবার রাজস্থানেও (Rajasthan) হানা করোনার (Coronavirus) ডেল্টা প্লাসের (Delta Plus)। করোনার এই নতুন স্ট্রেনে আক্রান্ত হলেন এমন এক বৃদ্ধা, যিনি টিকার (COVID vaccine) দু’টি ডোজই নিয়ে নিয়েছিলেন। তবুও তাঁর শরীরে মিলল সংক্রমণ। ৬৫ বছরের ওই বৃদ্ধা বিকানিরের বাসিন্দা। টিকার দুই ডোজ নিয়েও তাঁর আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়ালেও স্বস্তির খবর, তিনি বাড়িতেই চিকিৎসা করিয়ে সুস্থও হয়ে গিয়েছেন।

জানা গিয়েছে, এর আগে ২৮ দিনের ব্যবধানে কোভ্যাক্সিনের দু’টি ডোজই নিয়েছিলেন তিনি। গত ৩০ মে তাঁর নমুনা পুণের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি’-তে পরীক্ষার জন্য পাঠানো হয়। কিন্তু সেই রিপোর্ট আসতে দেখা যায় তাঁর শরীরে কোভিড-১৯-এর উপস্থিতি রয়েছে। তাঁর সংস্পর্শে সম্প্রতি যাঁরা যাঁরা এসেছেন, তাঁদেরও নমুনা পরীক্ষা করা হচ্ছে।

কাশ্মীরে ৩৭০ ধারা না ফেরালে ৩৭১-এর সংশোধন হোক, পরামর্শ প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর -আজকাল

গত বৃহস্পতিবারই জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও বৈঠকের পরও সংবিধানের ৩৭০ ধারা ফের কাশ্মীরে ফিরবে, এমন আশা কেউই প্রায় করছেন না। এই অবস্থায় নতুন পরামর্শ দিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মুজাফফর হোসেন বাগ। তাঁর মতে, ৩৭০ ধারা না ফেরানো হলেও ৩৭১ ধারায় (Article 371) কাশ্মীরের নাম জুড়ে দেওয়া যেতে পারে। তাহলেই সমস্যার সমাধান হবে।

ঠিক কী আছে সংবিধানের ৩৭১ অনুচ্ছেদে? আসলে দেশের উত্তর-পূর্বের কয়েকটি রাজ্য যথা অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম প্রভৃতিকে কয়েকটি বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে এই ধারায়। তবে এই ধারায় কাশ্মীরের কোনও উল্লেখ নেই। মুজাফফর হোসেন বাগ (Hussain Baig) আরজি জানিয়েছেন, এই অনুচ্ছেদেই ঢুকিয়ে দেওয়া হোক কাশ্মীরের নামও। তাহলে উত্তর-পূর্বের রাজ্যগুলির মতোই বিশেষ মর্যাদা পাবে কাশ্মীর। সেক্ষেত্রে আর ৩৭০ ধারা ফিরিয়ে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়ার প্রয়োজন পড়বে না।#

পার্সটুডে/বাবুল আখতার/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ