নভেম্বর ২০, ২০২২ ১৭:৩০ Asia/Dhaka
  • মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির (বাঁয়ে) ও মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিব
    মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির (বাঁয়ে) ও মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিব

বাংলাদেশের আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জঙ্গিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। রাজধানী ঢাকার জজ কোর্ট এলাকা থেকে আনসার আল ইসলামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেয় তাদের সহযোগীরা। এই দুই জনই ২০১৫ সালে বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় এবং জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ডিআইজি হারুন উর রশিদ বলেন, রোববার সকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর তাদের রাখা হয় হাজতখানায়। পরে সেখান থেকে তাদের হাজির করা হয় সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে।এরপর ২০১৩ সালের মোহাম্মদপুর থানার একটি মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়। শুনানি শেষে হাজতখানায় নেওয়ার পথে অজ্ঞাতনামা সাত থেকে আট জন দূর্বৃত্ত পুলিশের দিকে স্প্রে  ছুড়ে আসামিদের ছিনিয়ে নিয়ে যায়।

ছিনিয়ে নেওয়া দুই জঙ্গির মধ্যে একজন মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান, যার বয়স ২৪ বলে জানিয়েছে পুলিশ। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। আর অপর আসামী আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, যার বয়স ৩৪। যে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেটশ্বর গ্রামের আবু তাহেরের ছেলে।

আদালত থেকে পালিয়ে যাওয়া ২ জঙ্গি সদস্যদের শিগগির গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার বিকেলে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে ঘটনার পরপর সারা দেশের আদালতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট প্রশাসন।#

 

পার্সটুডে/নিলয় রহমান/ বাবুল আখতার /২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ