মার্চ ১০, ২০২৩ ১৬:৩৮ Asia/Dhaka

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের সময় শেষবারের মতো আগামী ১৬ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। কিন্তু দফায় দফায় সময় বাড়ানোর পরও হজযাত্রী নিবন্ধনে কাঙ্ক্ষিত গতি আসছে না। সরকারি-বেসরকারি মিলে নিবন্ধন সংখ্যা এখনও ৫০ হাজার হয়নি। অথচ চলতি বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।

হজযাত্রী নিবন্ধন শুরু হয় গত ৮ ফেব্রুয়ারি। ঘোষণা অনুযায়ী ২৩ ফেব্রুয়ারি নিবন্ধনের সময় শেষ হওয়ার কথা। পরে সময় পাঁচদিন বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। এরপর সময় আরও সাতদিন বাড়ানো হয়। সে হিসেবে আগামী ৭ মার্চ পর্যন্ত নিবন্ধন করতে পারবেন হজযাত্রীরা। সবমিলে চতুর্থ বারের মতো নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। সময় বাড়িয়েও পর্যাপ্ত নিবন্ধন না হওয়ার কারণ হিসেবে অনেকেই হজের খরচ বেড়ে যাওয়াকে দায়ী করছেন সংশ্লিষ্টরা।

গত পহেলা ফেব্রুয়ারি চলতি বছরের হজ প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয়। সেখানে জানানো হয়, সরকারি ব্যবস্থাপনায় এবার হজ করতে জনপ্রতি খরচ হবে ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা। প্রতি বছর দুটি প্যাকেজ থাকলেও এবার একটি প্যাকেজ ঘোষণা করা হয়। চলতি বছর হজের খরচ বেড়েছে ১ লাখ ৬১ হাজার ৮৬৮ টাকা বেড়েছে।

এর মধ্যে একজন হজযাত্রীকে শুধু বিমান ভাড়াই ৫৮ হাজার টাকা অতিরিক্ত গুনতে হচ্ছে, যা গতবারের বিমান ভাড়ার চেয়ে প্রায় ৩০ শতাংশ বেশি। এবার একজন হজযাত্রীর ঢাকা-সৌদি-ঢাকা রুটে বিমান ভাড়া লাগবে এক লাখ ৯৮ হাজার টাকা। যা এক বছর আগে ছিল এক লাখ ৪০ হাজার টাকা।

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) দেওয়া তথ্য অনুযায়ী, গত ৭ বছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজের ফ্লাইট ভাড়া প্রায় ৮০ শতাংশ বাড়িয়েছে। আর চলতি বছরের জন্য হজযাত্রীর ফ্লাইট ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার টাকা। যদিও হজের খরচ বৃদ্ধির দায় সৌদি মুদ্রা ‘রিয়াল’ এর ওপর চাপাচ্ছে মন্ত্রণালয়। তবে হজের খরচ কম ধরা যেত, যদি বিমান ভাড়া কম ধরতে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ, এমনটা মন্তব্য করেছেন আটাব মহাসচিব আব্দুস সালাম আরেফ।

এদিকে, হজের খরচ বেশি হওয়ার কারণে অনেকেই ২-৩ বছর আগে করা প্রাক-নিবন্ধন বাতিল করছেন। পাসপোর্ট ফেরত নিচ্ছেন অনেক মুসল্লী।

এর একটা বড় অংশ ওমরাহ পালনের সিদ্ধান্ত নিচ্ছেন। আগে যেখানে বছরে সোয়া লাখের মতো ওমরাহ পালন করেছেন, সেখানে এবার ওমরাহ পালন করছেন আড়াই লাখেরও বেশি। এ বিষয়ে হজ এজেন্সির মালিকরা বলছেন, হজের খরচ বৃদ্ধির কারণে এবার হজের নিবন্ধন অনেক কমে গেছে।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশনের বাংলাদেশের (হাব) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়াকুব শরাফতি বলেন, হাজিদের সবার কথা বিবেচনায় নিয়ে সরকারের সহনীয় বিমান ভাড়া নির্ধারণের মাধ্যমে হজের খরচ নির্ধারণ করা উচিত ছিল।#  

পার্সটুডে/বাদশাহ রহমান/‌আশরাফুর রহমান/১০

ট্যাগ