ডিসেম্বর ৩০, ২০২৩ ১০:২০ Asia/Dhaka
  • কিশোরগঞ্জে রেডিও তেহরানের শ্রোতাদের পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের উদ্যোগে গুরুদয়াল সরকারি কলেজের কাছে মুক্তমঞ্চের উন্মুক্ত ছাউনিতে গতকাল (শুক্রবার) রেডিও তেহরানের শ্রোতাদের অংশগ্রহণে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক ও সংগঠনের সভাপতি মোঃ শাহাদত হোসেন। 

আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের সহ-ক্রীড়া সম্পাদক মোঃ আজহারুল ইসলাম তামিম-এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।  

প্রধান অতিথির বক্তব্যে জনাব শাহাদত হোসেন বলেন, দেশ-বিদেশের সঠিক ও নির্ভুল খবর পেতে হলে রেডিও তেহরানের কোনো বিকল্প নেই। ইসলামি বিশ্বের বিশদ খবরের একমাত্র উৎস রেডিও তেহরান। বাংলাদেশ ও ভারতের সরকারি দল ও বিরোধী দলের খবর পাওয়া যায় রেডিও তেহরান হতে। জীবনকে সুন্দর ও সঠিকপথে পরিচালিত করার দিকনির্দেশনা দেয় রেডিও তেহরান। ইহলৌকিক ও পারলৌকিক শান্তির বার্তা দিয়ে থাকে রেডিও তেহরান।

তিনি আরো বলেন, রেডিও তেহরান শোনার মাধ্যমে আমরা নিজেদেরকে আপডেট রাখতে পারি, সত্যকে জানতে পারি। তাই যত বেশি লোক রেডিও তেহরান শুনবেন, সত্য তত বেশি ছড়িয়ে পড়বে।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরিফা আক্তার পান্না, তায়্যিবা খানম পুষ্পিতা, মোঃ ফয়সাল আহমেদ, মোঃ ফয়সাল আহমেদ-২, জাহিদ হোসেন, মাজহারুল ইসলাম, মোঃ সাফায়েত হোসেন, রিয়া আচার্য্য, পৃথূলা, সায়মন আহমেদ পাভেল, সুলতানা সেতু, নুসরাত জাহান নৌরিন, অর্পিতা আচার্য্য, জামাল হোসেন প্রমুখ। 

মোঃ ফয়সাল আহমদ বলেন, রেডিও তেহরান একটি বিশ্বস্ত গণমাধ্যম। এর খবরগুলো বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় উৎসসহ প্রচারিত হয়। অর্থাৎ বাংলাদেশের অনেক গণমাধ্যমের খবরের উৎস হলো রেডিও তেহরান ও পার্সটুডে ওয়েবসাইট। আমিও রেডিও তেহরান শোনার পাশাপাশি পার্সটুডে ওয়েবসাইট ভিজিট করি।

শ্রোতাদের হাতে রেডিও তেহরানের ব্রুশিয়ার 

নুসরাত জাহান নৌরিন বলেন, রেডিও তেহরান একটি জ্ঞানের ভাণ্ডার। এর অনুষ্ঠান শোনার মাধ্যমে নানা বিষয়ে আমরা জানতে পারি। সন্ধ্যার পর আমার পুরো সময়টা কাটে রেডিও তেহরানের সাথে। আমি আমার বন্ধুদেরও রেডিও তেহরান শুনতে বলি। আমার কথা শুনে এখন অনেকেই রেডিও তেহরান শুনছেন।  

তায়্যিবা খানম পুষ্পিতা বলেন, রেডিও তেহরানের অনুষ্ঠান শুনতে আমাদের খুব ভালো লাগে। আমি আগে জানতামইনা যে, মোবাইলে রেডিও শোনা যায়। গত কয়েকমাস ধরে অনুষ্ঠান শোনার পর এটি আমার নেশায় পরিণত হয়েছে। আমার বাসার সবাই মিলে এখন আমরা রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনে থাকি। রাত সাড়ে আটটা বাজলেই আমার পরিবারের লোকজন আমাকে মনে করিয়ে দেন যে, রেডিও তেহরানের অনুষ্ঠান শুরু হয়েছে। তারা আমাকে লাইভ চালু করতে বলেন।

মাজহারুল ইসলাম বলেন, গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক শাহাদত হোসেন স্যার এবং আমার বন্ধু জাহাঙ্গীর আলমের কাছ থেকে রেডিও তেহরানের কথা শুনি। তাদের কথায় কয়েকদিন অনুষ্ঠান শুনে এখন আমি নিয়মিত শুনি। খুব শীঘ্রই আমি দক্ষিণ কোরিয়া চলে যাবো। সবাই আমার জন্য দোয়া করবেন। তবে সেখানে গিয়েও আমি রেডিও তেহরান শুনবো এবং ভবিষ্যতে অনুষ্ঠান অয়োজনের জন্য স্পন্সর করব।   

পুরস্কার গ্রহণ করছেন তায়্যিনা খানম পুষ্পিতা

আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের অর্থ সম্পাদক শরিফা আক্তার পান্না বলেন, বর্তমানে রেডিও তেহরানের শ্রোতাসংখ্যা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের অন্যান্য ফ্যান ক্লাবের মত আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জেরও এতে বড় ভূমিকা রয়েছে। কিশোরগঞ্জে এখন রেডিও তেহরানের সর্বাধিক শ্রোতা রয়েছে। আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের জন্য এটি গৌরবের বিষয়।

তিনি আরও বলেন, বর্তমানে আমাদের সংগঠনটি কর্মদক্ষতার সাথে একদিকে রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে, অন্যদিকে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে ইরান ও রেডিও তেহরানকে তুলে ধরছে। ভবিষ্যতেও আমাদের এ ধারা অব্যাহত থাকবে।

পুরস্কার গ্রহণ করছেন সুলতানা সেতু

সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, আমাদের অনুপ্রেরণায় শাহাদত স্যার বাংলাদেশ বেতার শোনা শুরু করেছেন। আর স্যারের অনুপ্রেরণায় আমরা কিশোরগঞ্জের শ্রোতারা রেডিও তেহরানের সাথে পরিচিত হতে পেরেছি। এরকম একটি গণমাধ্যমের সাথে, জনপ্রিয় একটি আন্তর্জাতিক বেতারের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়ার জন্য শাহাদত স্যারকে ধন্যবাদ জানাই। আশা করি, স্যারের নেতৃত্বে কিশোরগঞ্জ ও সারা বাংলাদেশে রেডিও তেহরানের শ্রোতা সংখ্যা বহুগুলে বৃদ্ধি পাবে।

আলোচনা শেষে শুরু হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সংগঠনের সভাপতি ও যুগ্মসাধারণ সম্পাদকের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন মাজহারুল ইসলাম, মোঃ আজহারুল ইসলাম তামিম, তায়্যিবা খানম পুষ্পিতা ও সুলতানা সেতু। এছাড়া উপস্থিত শ্রোতাদের মধ্যে রেডিও তেহরানের ব্রুশিয়ার বিতরণ করা হয়। চমৎকার পুরস্কার ও ব্রুশিয়ার পেয়ে তারা সবাই রেডিও তেহরানকে ধন্যবাদ জানান।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ