প্রেসিডেন্ট রায়িসির শেষবিদায় অনুষ্ঠানে বিপুল উপস্থিতি জনগণের আস্থার প্রমাণ: আয়াতুল্লাহ খাতামি
https://parstoday.ir/bn/news/event-i137958-প্রেসিডেন্ট_রায়িসির_শেষবিদায়_অনুষ্ঠানে_বিপুল_উপস্থিতি_জনগণের_আস্থার_প্রমাণ_আয়াতুল্লাহ_খাতামি
তেহরানের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও তার সফরসঙ্গীদের জানাজা ও দাফনসহ শেষবিদায় অনুষ্ঠানে ব্যাপক সংখ্যায় অংশ নিয়ে ইরানিরা আবারও ইসলামি প্রজাতন্ত্রী ব্যবস্থার প্রতি নিজেদের আস্থা ও বিশ্বাসের প্রমাণ দিয়েছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ২৪, ২০২৪ ১৯:৫৩ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ খাতামি
    আয়াতুল্লাহ খাতামি

তেহরানের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও তার সফরসঙ্গীদের জানাজা ও দাফনসহ শেষবিদায় অনুষ্ঠানে ব্যাপক সংখ্যায় অংশ নিয়ে ইরানিরা আবারও ইসলামি প্রজাতন্ত্রী ব্যবস্থার প্রতি নিজেদের আস্থা ও বিশ্বাসের প্রমাণ দিয়েছেন।

আজ তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি ইরানের সর্বোচ্চ নেতার কিছু বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেন, প্রেসিডেন্ট রায়িসি ক্লান্তি কি জিনিস তা জানতেন না। তার কাছে মানুষের কল্যাণ ও সন্তুষ্টি সবকিছুর উপরে স্থান পেতো। কিছু অসাধু মানুষের পক্ষ থেকে অকৃতজ্ঞতা এবং উপহাস তার জন্য পীড়াদায়ক হলেও এসব কিছু তার দিনরাতের কাজ-কর্ম এবং উন্নয়ন প্রচেষ্টার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

আয়াতুল্লাহ খাতামি আরও বলেন, প্রেসিডেন্ট রায়িসির জনসেবার প্রতি কৃতজ্ঞতা হিসেবে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে তাদের প্রিয় ব্যক্তিকে বিদায় জানিয়েছে। এর মধ্যদিয়ে ইরানিরা আরও একবার বিশ্বের সামনে নিজেদের ঐক্য ও সংহতির চিত্র তুলে ধরেছে।

গত ১৯ মে রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত বাঁধ উদ্বোধন করতে গিয়েছিলেন প্রেসিডেন্ট রায়িসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও  পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ অন্য কর্মকর্তারা। পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় রায়িসি ও আমির-আব্দুল্লাহিয়ান ছাড়াও ওই প্রদেশের দুজন শীর্ষ কর্মকর্তা শহীদ হন। সেইসঙ্গে শাহাদাৎবরণ করেন প্রেসিডেন্টের নিরাপত্তা ইউনিটের প্রধান, দু’জন পাইলট এবং একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।