রিমালের আঘাতে পশ্চিমবঙ্গে নিহত ৬, আর্থিক সাহায্যের আশ্বাস মমতার
https://parstoday.ir/bn/news/event-i138056-রিমালের_আঘাতে_পশ্চিমবঙ্গে_নিহত_৬_আর্থিক_সাহায্যের_আশ্বাস_মমতার
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভারতের পশ্চিমবঙ্গে ৬ জন প্রাণ হারিয়েছেন। রাজ্যের মহেশতলা, পানিহাটি, মেমারি, মৌসুনি দ্বীপ, কলকাতায় এসব প্রাণহানি ঘটেছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ২৭, ২০২৪ ১৯:৫৫ Asia/Dhaka
  • রিমালের আঘাতে পশ্চিমবঙ্গে নিহত ৬, আর্থিক সাহায্যের আশ্বাস মমতার

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভারতের পশ্চিমবঙ্গে ৬ জন প্রাণ হারিয়েছেন। রাজ্যের মহেশতলা, পানিহাটি, মেমারি, মৌসুনি দ্বীপ, কলকাতায় এসব প্রাণহানি ঘটেছে।

জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার নুঙ্গিতে রিমালের তাণ্ডবে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে তাপসী দাস নামে এক নারী। অন্যদিকে, পানিহাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে গোপাল বর্মণ নামে ৪৭ বছরের এক ব্যক্তির।

পূর্ব বর্ধমানের মেমারিতে ঝড়ে উপড়ে যাওয়া কলাগাছ কাটতে গিয়ে প্রাণ হারান বাবা-ছেলে। মৃতদের নাম ফড়ে সিং ও তরুণ সিং। প্রাণ হারিয়েছেন মৌসুনি দ্বীপের বাসিন্দা ৮০ বছরের বৃদ্ধা। এছাড়া, কলকাতার এন্টালিতে একটি বাড়ির কার্নিস ভেঙে পড়ে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে ।

মমতার এক্স পোস্ট

এদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এক্স হ্যান্ডেলে এক পোস্টে ঘূর্ণিঝড় রিমালে স্বজনহারা এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন।  

মুখ্যমন্ত্রী জানান, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে রাজ্য প্রশাসনের তৎপরতায় প্রাণহানি কিছুটা কম হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় নিহতদের পরিবারবর্গকে আন্তরিক সমবেদনা জানান এবং পরিস্থিতি মোকাবেলায় সবকিছু করার আশ্বাস দেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৭