গাজার প্রতি সংহতি
ইয়েমেন ও ইরাকি যোদ্ধারা যৌথভাবে হামলা চালালো ইসরাইলি বন্দরে
-
হাইফা বন্দর
ইয়েমেনের সশস্ত্র বাহিনী এবং ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা যৌথভাবে ইসরাইলের হাইফা বন্দরে হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আজ (রোববার) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ইরাকি যোদ্ধাদের সহায়তায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরাইলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। প্রথম অভিযানে হাইফা বন্দরের চারটি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়। তিনি জানান, চারটি জাহাজের মধ্যে দুটি সিমেন্টবাহী এবং দুটি সাধারণ কার্গো জাহাজ।
দ্বিতীয় অভিযানে ভূমধ্যসাগর দিয়ে ইসরাইলের বন্দর অভিমুখী ‘শরথর্ন এক্সপ্রেস’ নামে একটি জাহাজে আঘাত হানা হয়।
দুটি অভিযানেই কয়েকটি ড্রোন ব্যবহার করা হয় এবং হামলা থেকে সফলতার সাথে লক্ষ্য অর্জিত হয়েছে। জেনারেল সারি জানান, ইহুদিবাদী ইসরাইলের লক্ষ্যবস্তুগুলোতে অত্যন্ত সুনির্দিষ্ট ও নিখুঁতভাবে হামলা চালানো হয়েছে।
গত ৭ অক্টোবর ইসরাইল গাজায় বর্বর আগ্রাসন শুরু করার পর থেকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী এবং ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা নিয়মিতভাবে ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/২২