জুন ২৭, ২০২৪ ১০:০১ Asia/Dhaka
  • ইরান ও রাশিয়ার মধ্যে বড় ধরনের গ্যাস সরবরাহ চুক্তি সই

ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং মস্কোর মধ্যে বড় ধরনের একটি গ্যাস সরবরাহ চুক্তি সই হয়েছে।  ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, গতকাল (বুধবার) দিনের প্রথম দিকে ইরান এবং রাশিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক বা এমওইউ সই হয়। এমওইউ অনুসারে রাশিয়া থেকে ইরানে গ্যাস সরবরাহ করা হবে।

চুক্তি সইয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি এবং রাশিয়ার বিশেষ দূত ও গ্যাজপ্রমের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্সি মিলার।

এমওইউ সইয়ের পর ইরানের তেলমন্ত্রী বলেন, রাশিয়ার সাথে এই সমঝোতা স্মারক সই একটি বড় অর্জন এবং এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে জ্বালানি রপ্তানির বিষয়ে ভারসাম্য প্রতিষ্ঠা হবে। আমরা আশা করি, অল্প সময়ের মধ্যেই সমঝোতা স্মারকটি পূর্ণাঙ্গ চুক্তিতে পরিণত হবে।

তিনি জোর দিয়ে বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে গ্যাস সরবরাহ চুক্তির ফলে ইরান এই অঞ্চলে গ্যাস সরবরাহের কেন্দ্রে পরিণত হবে। বার্তা সংস্থা ইরনা বলছে, রাশিয়া থেকে গ্যাস আমদানি করে ইরান সেই গ্যাস আবার ইরাক, তুরস্ক ও পাকিস্তানে উচ্চমূল্যে বিক্রি করতে পারবে। 

ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপে রাশিয়ার গ্যাস রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ কারণে বহির্বিশ্বে রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের রপ্তানি বেড়েছে। 

রাশিয়ার পরে ইরান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গ্যাস উৎপাদনকারী দেশ এবং তুরস্ক ও ইরাকে পাইপলাইনের মাধ্যমে তেহরান গ্যাস রপ্তানি করে থাকে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২৭

ট্যাগ