জুলাই ০৩, ২০২৪ ১১:০০ Asia/Dhaka
  • ইসরাইলি সেনা
    ইসরাইলি সেনা

ইহুদিবাদী ইসরাইল গত অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালিয়ে আট হাজার ৫৭০ জন ফিলিস্তিনি শিক্ষার্থীকে শহীদ করেছে। এ সময়ে অধিকৃত পশ্চিম তীরে হত্যা করা হয়েছে ১০০ শিক্ষার্থী।

ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় গতকাল (মঙ্গলবার) এক রিপোর্টে এই তথ্য জানিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ইহুদিবাদীদের আগ্রাসনে ৪৯০ জন শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন ৩৪০০ জন।

এ সময়ে ইসরাইলি সেনারা কয়েকশ শিক্ষা প্রতিষ্ঠানে বোমা মেরে ধ্বংস করেছে। এর মধ্যে জাতিসংঘ পরিচালিত ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ইসরাইলের এই প্রবণতাকে বিশেষজ্ঞরা শিক্ষা ব্যবস্থা ধ্বংসের প্রবণতা বলে উল্লেখ করেছেন।

ইসরাইলের হাতে গাজার সবচেয়ে পুরনো আল-আকসা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়েছে। বিশ্ববিদ্যালয়টি ১৯৫৫ সালে প্রতিষ্ঠা করা হয়। গাজা এবং খান ইউনুস শহরে এ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো ধ্বংস করা হয়েছে। গাজা শহরে মোট ১২টি বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছে বর্বর ইহুদিবাদীরা।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৩

ট্যাগ