কিয়েভের হাসপাতালে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র পড়েছে
https://parstoday.ir/bn/news/event-i139458-কিয়েভের_হাসপাতালে_ইউক্রেনের_আকাশ_প্রতিরক্ষা_ব্যবস্থার_ক্ষেপণাস্ত্র_পড়েছে
ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি শিশু হাসপাতালে যে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে তা রাশিয়া নিক্ষেপ করেনি বরং ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র ওই হাসপাতালে পড়েছে বলে দাবি করেছে মস্কো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১০, ২০২৪ ১১:৫৮ Asia/Dhaka
  • কিয়েভের হাসপাতালে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র পড়েছে

ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি শিশু হাসপাতালে যে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে তা রাশিয়া নিক্ষেপ করেনি বরং ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র ওই হাসপাতালে পড়েছে বলে দাবি করেছে মস্কো।

রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার এ দাবি করেছেন; যদিও তিনি তার দাবির পক্ষে কোনো প্রমাণ পেশ করতে পারেননি। তিনি সাংবাদিকদের বলেন, “আমি জোর দিয়ে বলছি, আমরা কখনও বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানি না।”

ইউক্রেন সরকার সোমবার দাবি করে, রাশিয়া কিয়েভের প্রধান শিশু হাসপাতালে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ওই দিন ইউক্রেনের অন্যান্য অঞ্চলেও এক ঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া যার ফলে অন্তত ৪১ জন নিহত হয়। গত কয়েক মাসের মধ্যে ইউক্রেনে এটি ছিল রাশিয়ার সবচেয়ে রক্তক্ষয়ী হামলা।

ইউক্রেনের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, রাশিয়ার একটি কেএইচ-১০১ ক্ষেপণাস্ত্র হাসপাতালটিতে আঘাত হানে। কিয়েভ এর পক্ষে প্রমাণ হিসেবে ওই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ও সিরিয়াল নম্বর প্রদর্শন করে।

কিয়েভের ওই দাবির জবাব দিতে গিয়ে ক্রেমলিনের মুখপাত্র সাংবাদিকের আরো বলেন, “রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা না চালানোর যে কথা বলেছে আপনারা সেটি বিবেচনায় নিন। আমরা বলছি, কিয়েভের হাসপাতালে ইউক্রেনেরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।”#

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।