মহাকাশে আরো ১৪টি স্যাটেলাইট পাঠাতে প্রস্তুত ইরান
(last modified Thu, 22 Aug 2024 13:01:02 GMT )
আগস্ট ২২, ২০২৪ ১৯:০১ Asia/Dhaka
  • মহাকাশে আরো ১৪টি স্যাটেলাইট পাঠাতে প্রস্তুত ইরান

ইসলামী প্রজাতন্ত্র ইরান মহাকাশে আরো ১৪টি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠানোর প্রস্তুতি নিয়েছে। ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান হাসান সালারিয়েহ আজ (বৃহস্পতিবার) এ ঘোষণা দেন।

তিনি সাংবাদিকদের কাছে ইরানের ১৩তম প্রশাসনের অধীনে মহাকাশ গবেষণা কেন্দ্রের কর্মকাণ্ড সম্পর্কে এক ব্রিফিংয়ে এসব কথা জানান।

সালারিয়েহ জানান, ইরানের  মহাকাশ গবেষণা সংস্থা সফলভাবে কক্ষপথে আটটি স্যাটেলাইট পাঠিয়েছে যা স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষেত্রে আগের তিনটি সরকারের সাফল্যের সমান। 

তিনি জোর দিয়ে বলেন, সংস্থাটির ১৪টি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য নির্ধারিত রয়েছে, আরো ৩০টি স্যাটেলাইট নির্মাণাধীন, যার মধ্যে ২০টি বেসরকারি খাতের নির্মাণ করা হবে।

সাম্প্রতিক বছরগুলোতে ইরানের মহাকাশ গবেষণাসহ প্রযুক্তি খাতে বিস্ময়কর অগ্রগতি হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

ট্যাগ