ফিলিপাইন-চীন উত্তেজনায় মার্কিন হস্তক্ষেপ; ইরানের দৃঢ অবস্থান- সমৃদ্ধকরণ অব্যাহত থাকবে
-
ফিলিপাইন ও চীনের মধ্যে সংঘাত তৈরি করতে চাইছে আমেরিকা
পার্সটুডে : ইরান তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে পারবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।
ফক্স নিউজ আরাকচির কাছে জানতে চান- "ইরানের সমৃদ্ধকরণ কর্মসূচি কি আবার চালু হয়েছে? এটি কি অব্যাহত আছে, নাকি ক্ষয়ক্ষতি এতটাই গুরুতর যে, এটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে?"
উত্তরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, "এটি বন্ধ হয়নি, যদিও ক্ষয়ক্ষতি গুরুতর হয়েছে। কিন্তু স্বাভাবিকভাবেই আমরা আমাদের সমৃদ্ধকরণ কর্মসূচি ত্যাগ করতে পারি না, কারণ এটি আমাদের বিজ্ঞানীদের অর্জন। এছাড়াও, এটি এখন আমাদের জাতীয় গর্বের বিষয়। সমৃদ্ধকরণ আমাদের জন্য অত্যন্ত মূল্যবান।"
এরপর আরাকচির কাছে জানতে চাওয়া হয়- "আপনারা কেন অন্যান্য দেশের মতো সমৃদ্ধ ইউরেনিয়াম আমদানি করেন না? চুক্তির অংশ হিসেবে কেন স্থানীয় উৎপাদনের বদলে আমদানির বিকল্প নেওয়া হয়নি?"
জবাবে তিনি বলেন, "কারণ এটি একটি বৈজ্ঞানিক অর্জন; যা আমরা নিজেরাই অর্জন করেছি। আমরা যা নিজেরা উৎপাদন করতে পারি, তা কেন আমদানি করব?"
মার্কিনবিরোধী ঐক্যের ডাক দিলেন স্পেন ও লাতিন আমেরিকার বামপন্থী নেতারা
চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচ, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো, উরুগুয়ের প্রেসিডেন্ট ইয়ামান্দো ওরসি এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ চিলিতে 'চিরকাল গণতন্ত্র' শীর্ষক এক বৈঠকে মিলিত হয়েছেন। তারা গণতন্ত্রের বিরুদ্ধে হুমকি নিয়ে সতর্ক করে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির বিরুদ্ধে এবং বিশ্বজুড়ে চরমপন্থার বিস্তারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
মার্কিন বাণিজ্য নীতির বিরুদ্ধে কঠোর জবাব দিতে ইউরোপ প্রস্তুত
ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের বরাত দিয়ে জানা গেছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্র ও ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে। ইউরোপীয় কূটনীতিকরা বলছেন, ওয়াশিংটনের সাথে একটি গ্রহণযোগ্য বাণিজ্য চুক্তির সম্ভাবনা কমে গেছে, এবং ইউরোপকে এখন মার্কিন শুল্ক নীতির বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। জার্মানিসহ ইইউ সদস্য দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে, যার মধ্যে রয়েছে মার্কিন সেবা খাতকে লক্ষ্য করা বা সরকারি ক্রয় প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ সীমিত করা।
চীনের বিরুদ্ধে ফিলিপিনকে সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিল যুক্তরাষ্ট্র
মার্কিন কর্মকর্তারা ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র-কে আশ্বাস দিয়েছেন যে, তারা ফিলিপাইনকে রক্ষা করবে এবং চীনের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা জোরদার করতে ম্যানিলাকে আরও সামরিক সহায়তা দেবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সোমবার মার্কোসের সাথে আলাদা আলোচনায় চীনকে প্রধান হুমকি হিসেবে উল্লেখ করে ওয়াশিংটনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
ইসরায়েলি কনেসেট সদস্যের স্বীকারোক্তি: হামাস আবারও সংগঠিত হয়েছে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুড-এর সদস্য হানোখ মিলোভস্কি স্বীকার করেছেন যে, হামাস পরাজয় থেকে অনেক দূরে আছে, তাদের বেশিরভাগ সুড়ঙ্গ এখনও সক্রিয় এবং তারা তাদের কাঠামো পুনর্গঠন করতে সক্ষম হয়েছে। গত মাসে, ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২ জানিয়েছিল যে, তিনজন ইসরায়েলি মন্ত্রী স্পষ্টভাবে গাজায় সামরিক অভিযানের ব্যর্থতা স্বীকার করেছেন এবং বলেছেন যে, এ পর্যন্ত এই অভিযানের কোনো বাস্তব ফলাফল হয়নি।#
পার্সটুডে/এমএআর/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।