পশ্চিমাদের অবশ্যই ব্যর্থ নিষেধাজ্ঞা নীতি পরিবর্তন করতে হবে
https://parstoday.ir/bn/news/event-i141638
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা ইসলামী প্রজাতন্ত্রের প্রতি যে "ব্যর্থ" নিষেধাজ্ঞার নীতি অনুসরণ করে তা পরিবর্তন করাই ভালো হবে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ০৯:৩৩ Asia/Dhaka
  • পশ্চিমাদের অবশ্যই ব্যর্থ নিষেধাজ্ঞা নীতি পরিবর্তন করতে হবে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা ইসলামী প্রজাতন্ত্রের প্রতি যে "ব্যর্থ" নিষেধাজ্ঞার নীতি অনুসরণ করে তা পরিবর্তন করাই ভালো হবে।

গতকাল (শনিবার) আরাকচি বলেন, "এটা আশ্চর্যজনক যে, পশ্চিমা দেশগুলো এখনো জানে না নিষেধাজ্ঞাগুলো ব্যর্থ হাতিয়ার পরিণত হয়েছে এবং তারা নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের ওপর তাদের নিজস্ব এজেন্ডা চাপিয়ে দিতে পারে না। নিষেধাজ্ঞাগুলো চাপ এবং সংঘর্ষের একটি হাতিয়ার, সহযোগিতার হাতিয়ার নয় এবং এটি ব্যর্থ হয়েছে।

ইরান তার পথ চলা অব্যাহত রাখবে- এমন সংকল্প পুনর্ব্যক্ত করে আব্বাস আরাকচি বলেন, তেহরান বিতর্কিত বিষয়ে একটি সাধারণ বোঝাপড়ায় পৌঁছানোর জন্য গঠনমূলক আলোচনা ত্যাগ করেনি। তবে, আলোচনা হতে হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে, হুমকি ও চাপ বাদ দিতে হবে।

আরাকচি বিস্ময় প্রকাশ করে বলেন, পশ্চিমারা এখনো অন্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যর্থ নীতি সম্পর্কে আশাবাদী এবং এই ধরনের পরাজিত অভিজ্ঞতার ভিত্তিতে কাজ করছে।

ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা সম্প্রতি "ইরানের রপ্তানি এবং রাশিয়াকে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করার অভিযোগ তোলার পর আব্বাস আরাকচি এসব কথা বললেন।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।